পয়লা ফেব্রুয়ারি থেকেই দলের নেতানেত্রীদের নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়তে হবে। সূচি তৈরি করে দেবে দল। তা মেনেই কর্মসূচি নেবেন সাংসদ, বিধায়ক সহ দলের অন্যান্য নেতারা। শুক্রবার কোর কমিটির বৈঠক ডেকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন দলনেত্রী মমতা ব্যানার্জি।
এদিন কালীঘাটে দলের সাংসদ, বিধায়কদের নিয়ে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সূত্রের খবর, সেই বৈঠকেই মমতা স্পষ্ট বলেছেন, বিজেপির বিরুদ্ধে ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করতে হবে। পয়লা থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত প্রত্যেক নেতাকে দলের জন্য পুরো সময় দিতে হবে। দলের পক্ষ থেকে কর্মসূচি দিয়ে দেওয়া হবে। সেই মতো দলের নেতারা মাঠে নামবেন। রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজকর্ম নিয়ে জোরদার প্রচার করতে হবে। কোন নেতা প্রচারে কতটা সময় দেবেন, তার জন্য দলের তরফেই সূচি বা রোস্টার তৈরি করে দেওয়া হবে।
এদিনের বৈঠকে ছিলেন কুণাল ঘোষ, সৌগত রায়, শোভনদেব চ্যাটার্জি সহ দলের অন্যান্য নেতামন্ত্রীরা। সোমবার ফের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২ তারিখ ফালাকাটায় প্রশাসনিক কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর।

