শিরোনাম
শনি. জানু ৩১, ২০২৬

বিজেপি কর্তৃক নবান্ন ঘেরাওয়ের ঘোষণার পর, দুদিন নবান্ন বন্ধ রাখার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের সচিবালয় ‘নবান্ন’ ঘেরাও করার ঘোষণা করেছেন। তবে মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার ও শুক্রবার তাদের পরিকল্পনাকে উপেক্ষা করে ‘নবান্ন’ বন্ধ করার নির্দেশ দিয়েছেন। বলা হয়েছে যে, রাজ্য সচিবালয় স্যানিটাইজ করার জন্য সমস্ত অফিস ৮ ও ৯, ২০২০-এ বন্ধ থাকবে।

রাজ্য সরকার প্রকাশিত তথ্যে এই ঘোষণা করা হয়েছে। এর আগেও ‘নবান্ন’ পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে এই কাজটি সর্বদা শনি ও রবিবার করা হত। এটি স্বাভাবিক দিনগুলিতে প্রথমবার করা হচ্ছে, যখন উইকএন্ডের দু’দিন আগে বৃহস্পতিবার ও শুক্রবার নবান্নকে বন্ধ করে স্যানিটাইজ করা হচ্ছে।

এটি উল্লেখযোগ্য যে বৃহস্পতিবার, ভারতীয় জনতা যুব মোর্চা (বিজেওয়াইএম) নবান্ন ঘেরার জন্য প্রস্তুতি নিয়েছিল। এ জন্য বিজেপি অনেক প্রস্তুতি নিয়েছে। নবান্ন ঘেরাও এর দিন স্যানিটাইজেশনের জন্য নবান্নকে দু’দিন বন্ধ করে দেওয়ার জন্য ভারতীয় জনতা যুব মোর্চাকে গুরুতর মন্তব্য করেছেন বিজেপির সাধারণ সম্পাদক এবং রাজ্য বিজেপির কেন্দ্রীয় ইনচার্জ কৈলাস বিজয় ভার্জিয়া।

বিজয়বর্গিয়া বলেছেন, “আগামী নির্বাচনে জনগণ মমতা সম্পূর্ণরূপে স্যানিটাইজ করবে।” বিজয়বর্গিয়া ট্যুইট করেছেন “৮ ই অক্টোবর বিজেপির নবাগত প্রচার কী হয়েছিল বাংলার অবনতি আইন ও শৃঙ্খলার বিরুদ্ধে, মমতা দিদি? সচিবালয়ে দু’দিন ছুটি দেওয়া হয়েছে। সামনে দেখুন, জনগণ দিদির ‘পূর্ণ’ ছুটি করবে’।

তিনি বলেন, ‘এখনও পর্যন্ত মমতা জির দোকানটি কেবল দু’দিন বন্ধ রয়েছে। জনমনে এতটা ক্ষোভ রয়েছে যে মমতা জির দোকান চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *