শিরোনাম
শনি. জানু ৩, ২০২৬

বিজ্ঞান-প্রযুক্তির শীর্ষ সম্মান ‘শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার’ এর প্রাপক তালিকায় এবারও বেশ কয়েকজন বাঙালি

বিগত কয়েক বছরের মতো এবারও বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণায় ভারতের সর্বোচ্চ সম্মান শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার প্রাপকের তালিকায় উজ্জ্বল বাঙালি গবেষকেরা। রবিবার কেন্দ্রীয় সরকার ২০২১-এর প্রাপকদের নাম প্রকাশ করেছে। তাতে সাতটি ক্যাটিগরিতে ১১জন প্রাপকের চারজন বাঙালি।

বায়োলজিক্যাল সায়েন্সে এই সম্মান পাচ্ছেন বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্সের মাইক্রো বায়োলজি অ্যান্ড সেল বায়োলজির ড. অমিত সিংহ এবং কানপর আইআইটির বায়োলজিক্যাল সায়েন্সেস ও বায়োইঞ্জিনিয়ারিংয়ের ড. অরুণকুমার শুক্ল। বেঙ্গালুরুরই জওহরলাল নেহেরু সেন্টার ফর অ্যাডভান্সড সায়েন্টিফিক রিসার্চের ইন্টারন্যাশনাল সেন্টার অফ মেটেরিয়ালস সায়েন্সের ড. কনিষ্ক বিশ্বাস এবং একই প্রতিষ্ঠানের বায়োঅর্গানিক কেমিস্ট্রি ল্যাবরেটরির ড. টি গোবিন্দ রাজু পুরস্কার পাচ্ছেন কেমিক্যাল সায়েন্সেসে গবেষণায় সাফল্যের জন্য। খড়গপুর আইআইটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ই়ঞ্জিনিয়ারিংয়ের ড. দেবদীপ মুখোপাধ্যায় সম্মান পাচ্ছেন ইঞ্জিনিয়ারিং সায়েন্সেসে। ড. অনীশ ঘোষ সম্মান পাচ্ছেন ম্যাথেমেটিক্যাল সায়েন্সেসের জন্য। তিনি মুম্বইয়ের টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চের গবেষক। তাঁর সঙ্গে যৌথভাবে এই সম্মানের জন্য বিবেচিত হয়েছেন চেন্নাইয়ের দ্য ইনস্টিটিউট অফ ম্যাথামেটিক্যাল সায়েন্সেসের ড. সাকেত সৌরভ। তিনি এক সময় কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সিফিক রিসার্চের সঙ্গে যুক্ত ছিলেন। পুনের ইন্টার-ইউনিভার্সিটি সেন্টার ফর অ্যাসট্রনমি অ্যান্ড অ্যাসট্রোফিজিক্সের ড. কনক সাহা ফিজিক্যাল সায়েন্সেসে নতুন উদ্ভাবনের জন্য বিবেচিত হয়েছেন। মেডিক্যাল সায়েন্সেসে যুগ্ম বিজয়ী তিরুবনন্তপুরমের অচ্যুতামেনন সেন্টার ফর হেলথ সায়েন্স স্টাডিজের ড. জীমন পান্নিপাক্কাল এবং মুম্বই আইআইটির বায়োসায়েন্সেস ও বায়ো ইঞ্জিনিয়ারিংয়ের ড. রহিত শ্রীবাস্তব। সূত্র: দ্য ওয়াল ব্যুরো

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *