ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড সম্প্রসারণের কাজ করার সময় মাটি কাটার বেকুর আঘাতে সরকারি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান বিটিসিএলের ১৪৪টি ক্যাবল কাটা পড়েছে।
এতে তিনটি এলাকার কয়েকশত সংযোগ গত শুক্রবার রাত থেকে বন্ধ রয়েছে। এ ক্যাবল সারাতে সময় লাগবে আরো এক সপ্তাহ। এমনটি জানিয়েছেন ফতুল্লায় দায়িত্বে থাকা বিটিসিএলের এক কর্মকর্তা।
বিটিসিএলের নারায়ণগঞ্জের কর্মকর্তা সৈয়দ আল-মামুন জানান, গত শুক্রবার লিংক রোডের সম্প্রাসারণের কাজ করার সময় মাটি কাটার বেকু নারায়ণগঞ্জ জেলার পরিষদের কাছ দিয়ে জেলা কারাগারের দিকে যাওয়া সংযোগ লাইন কেটে ফেলে। এতে ক্যাবল ছিল ১৪৪টি। আর এ ক্যাবল থেকে ফতুল্লার সস্তাপুর, ইসদাইর ও জেলা কারাগার এলাকায় প্রায় কয়েকশত গ্রাহকের সংযোগ রয়েছে। এসব এলাকার গ্রাহকরা শুক্রবার থেকে বিটিসিএলের সেবা থেকে বঞ্চিত রয়েছেন।
তিনি আরো জানান, নারায়ণগঞ্জে ১৪৪টি ক্যাবল সংযোগ দেয়ার যন্ত্রপাতিসহ লোকবল নেই। তাই উচ্চ পর্যায়ে আবেদন করেছি দ্রুত সময়ের মধ্যে যন্ত্রপাতিসহ লোকবল পাঠিয়ে ক্রুটিপূর্ণ সংযোগ মেরামত করা হবে। আশা করি এক সপ্তাহের মধ্যে সমস্যা সমাধান করতে পারব।