শিরোনাম
শুক্র. ডিসে ৫, ২০২৫

বিদেশের শান্তিরক্ষা মিশনগুলো ঘুরে দেখতে চায় সংসদীয় কমিটি

জ্যেষ্ঠ প্রতিবেদক: বিদেশের শান্তিরক্ষা মিশনগুলো ঘুরে দেখতে চান প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বুধবার (১৪ সেপ্টেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির ২০তম বৈঠক থেকে এ তথ্য জানা গেছে।

বৈঠকে কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসহ বিদেশে বিভিন্ন মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যগণ দায়িত্ব পালন করছেন। সংসদীয় কমিটি বিদেশে বিভিন্ন মিশনে নিয়োজিত বাংলাদেশ শান্তিরক্ষা বাহিনীর সদস্যদের কার্যক্রম পরিদর্শন করলে তাদের সুযোগ, সুবিধা এবং সমস্যাগুলো নির্ধারণ করা সহজতর হবে। পরিদর্শনের ক্ষেত্রে শুধুমাত্র জাতিসংঘ শান্তিরক্ষা মিশন হতে হবে এমন কোনও বাধ্যবাধকতা নেই।

তিনি কমিটিকে জানান, কুয়েতে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অনেক সদস্য কাজ করছেন। কুয়েত পুনর্গঠন (ওকেপি) এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের দেখতে যাওয়া আমাদের নৈতিক দায়িত্ব। তারা হাজার হাজার মাইল দূরে বিশ্বের বিভিন্ন দেশে শান্তিরক্ষার দায়িত্ব পালন করে বাংলাদেশের সুনাম বয়ে আনছেন।

সভাপতির জিজ্ঞাসার প্রেক্ষিতে সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিনিধি জানান, বর্তমানে কুয়েত ওকেপিতে সশস্ত্র বাহিনীর ৫ হাজার ৬৫ জন সদস্য নিয়োজিত আছেন।

সভাপতি বলেন, কমিটির সদস্যরা না গিয়ে থাকলে সেখানে আমাদের যাওয়া উচিত। কুয়েত ওকেপি সরেজমিন পরিদর্শনের প্রস্তাবের বিষয়ে কমিটির সদস্যদের সাথে তিনি একমত পোষণ করেন।

এর আগে কমিটির সদস্য নাসির উদ্দিন বলেন, কমিটির ৭ম বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক কুয়েত পুনর্গঠন কাজে নিয়োজিত বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের কার্যক্রম সরেজমিন পরিদর্শনের সুপারিশ করা হয়। পরিদর্শনের জন্য প্রথমে কুয়েত, এরপর যথাক্রমে দক্ষিণ সুদান ও লেবাননের নাম প্রস্তাব করা হয়।

তিনি জানান, কমিটি কোন দেশের মিশন পরিদর্শন করবে সেটি সংসদীয় কমিটি নির্ধারণ করে থাকে। কিন্তু এবারের পরিদর্শনের ক্ষেত্রে সশস্ত্র বাহিনী বিভাগ কর্তৃক আনমিস (দক্ষিণ সুদান) মিশন পরিদর্শনের পরিকল্পনা গ্রহণ করে প্রতিনিধিদলের নাম চেয়ে চিঠি পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ২০১৯ সালে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি মনুস্কো (ডিআর কঙ্গো) শান্তিরক্ষা মিশন পরিদর্শন করেছিল। সেই সফরে কমিটির সভাপতিসহ ৫ জন সদস্য এবং সাচিবিক সহায়তা দিতে জাতীয় সংসদ সচিবালয়ের ২জন কর্মকর্তা প্রতিনিধিদলে অন্তর্ভুক্ত ছিলেন; যাদের ব্যয় সেনাবাহিনী বহন করেছিল। তিনি প্রথমে কুয়েত ওকেপি পরিদর্শনের বিষয়ে মতামত ব্যক্ত করেন এবং কঙ্গো সফরের ন্যায় এবারের পরিদর্শনে প্রতিনিধিদল গঠনের ব্যাপারে সভাপতির নির্দেশনা কামনা করেন।

কমিটির সভাপতি সুবিদ আলী ভূঁইয়ার সভাপতিত্বে বৈঠকে কমিটি সদস্য মোতাহার হোসেন, নাসির উদ্দিন, মহিবুবুর রহমান এবং বেগম নাহিদ ইজাহার খান অংশ নেন।

বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তরের ডিজি উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *