শিরোনাম
শনি. জানু ৩, ২০২৬

বিদ্যুৎ মাশুল বৃদ্ধির প্রতিবাদে মিছিল বামেদের, ধুন্ধুমার কাণ্ড হাওড়াতে

হাওড়া:  অস্বাভাবিক হারে বিদ্যুৎ মাশুল বৃদ্ধির প্রতিবাদে হাওড়ায় সিইএসসি’র আঞ্চলিক অফিস অভিযান করল সিটু সহ বাম ছাত্র যুব সংগঠন। বুধবার ২২ জুলাই বেলা ১১টায় সিটু, এসএফআই, ডিওয়াইএফআই সহ অন্যান্য বাম সংগঠনের তরফ থেকে ওই অভিযানের ডাক দেওয়া হয়।

এদিন বামেদের মিছিল আসা মাত্রই পুলিশ সেই মিছিল আটকায়। তা নিয়ে গোটা এলাকায় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। আন্দোলনকারীরা সিইএসসি’র আঞ্চলিক অফিসের গেটে ঢোকার চেষ্টা করে। গেট বন্ধ করে দেওয়ায় পুলিশের সঙ্গে চলে খন্ডযুদ্ধ। পরে বাম সংগঠনের কর্মীরা রাস্তা আটকে বসে পড়েন। তীব্র যানজট শুরু হয় বাঙালবাবু ব্রিজে।

বাম সংগঠনের অভিযোগ, অস্বাভাবিক হারে বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করেছে সিইএসসি। লকডাউনের সুযোগ নিয়ে গ্রাহকদের লাগামহীন বিদ্যুৎ বিল পাঠাচ্ছে তারা। এর প্রতিবাদেই শান্তিপূর্ণ আন্দোলন চলছিল। কিন্তু পুলিশ তাদের বাধা দেয়। লাঠিচার্জ করে। এর প্রতিবাদে ফের বিক্ষোভ শুরু হয়।

উল্লেখ্য, অবিলম্বে গ্রাহকদের সঠিক বিল পাঠানোর দাবিতে এবং সিইএসসি’র শূন্যপদে নিয়োগের দাবিতেও এদিন সরব হন বাম ছাত্র যুব নেতৃত্ব। তাদের দাবি, লকডাউনের সময় গরিব মানুষের ছ’মাসের বিদ্যুৎ বিল ২০০ ইউনিট পর্যন্ত মকুব করতে হবে।

বিদ্যুৎ দফতরের মতো জরুরি পরিষেবার অবিলম্বে শূন্যপদে স্থায়ী নিয়োগ করতে হবে। অবিলম্বে ইউনিট প্রতি বিদ্যুতের দাম কমাতে হবে। বিদ্যুৎ ব্যবহারকে সম্পূর্ণভাবে কর্পোরেটদের হাতে তুলে দেওয়া এবং নিম্নবিত্ত মানুষের ঘরে আলো চিরতরে কেড়ে নেওয়ার ফরমান ‘কেন্দ্রীয় বিদ্যুৎ বিল ২০১৯’ অবিলম্বে বাতিল করতে হবে। লকডাউনের সুযোগ নিয়ে লাগামহীন বিদ্যুৎ বিল গ্রাহকদের পাঠানো বন্ধ করতে হবে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *