শিরোনাম
শুক্র. জানু ৩০, ২০২৬

বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে বিডিকম

জ্যেষ্ঠ প্রতিবেদক: গেল সপ্তাহ কিছুটা দরপতনের মধ্যদিয়ে পার করেছে দেশের শেয়ারবাজার। এ পতনের বাজারে সপ্তাহজুড়ে দাম বাড়ার ক্ষেত্রে দাপট দেখিয়েছে বিডিকম অনলাইন। গত সপ্তাহে বিনিয়োগকারীদের কাছে পছন্দের শীর্ষে ছিল কোম্পানিটির শেয়ার। ফলে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম বাড়ার শীর্ষ স্থানটি দখল করেছে প্রতিষ্ঠানটির শেয়ার।

সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ৪১ দশমিক ৭৪ শতাংশ। টাকার অংকে বেড়েছে ১০ টাকা ১০ পয়সা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির শেয়ারের দাম দাঁড়িয়েছে ৩৪ টাকা ৩০ পয়সা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ২৪ টাকা ২০ পয়সা।

প্রতিষ্ঠানটির শেয়ারের এ দাম বাড়াকে অস্বাভাবিক বলছে ডিএসই কর্তৃপক্ষ। আর কোম্পানিটির কর্তৃপক্ষ জানিয়েছে, এ অস্বাভাবিক দাম বাড়ার পেছনে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই।

কোম্পানিটির শেয়ারের অস্বাভাবিক দাম বাড়ার পরিপ্রেক্ষিতে গত ৯ মার্চ ডিএসইতে থেকে কোম্পানিটিকে নোটিশ পাঠানো হয়। এরপর কোম্পানিটির কর্তৃপক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতে ডিএসই বিনিয়োগকারীদের জানায়, বিডিকম অনলাইনের শেয়ার দাম অস্বাভাবিক বাড়ার পেছনে কোন মূল্য সংবেদশীর তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটির কর্তৃপক্ষ। তবে ডিএসইর সতর্ক বার্তাও কোম্পানিটির শেয়ার দাম বাড়ার ধারা রুখতে পারেনি।

শেয়ারের এমন দাম বাড়া কোম্পানিটি সর্বশেষ ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত বছরের জন্য বিনিয়োগকারীদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর আগে ২০২০ সালে ৫ শতাংশ, ২০১৯ সালে ৬ শতাংশ, ২০১৮ সালে ৭ শতাংশ, ২০১৭ সালে ৫ শতাংশ এবং ২০১৬ সালে ৫ শতাংশ করে নগদ লভ্যাংশ দেয় কোম্পানিটি।

২০০২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া এ কোম্পানিটির সর্বশেষ প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলমান হিসাব বছরের প্রথমার্ধে (২০২১ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত) শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৭৫ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা হয় ৪৩ পয়সা।

অন্যদিকে, শেয়ারের দাম বাড়ায় বিনিয়োগকারীদের একটি অংশ কোম্পানিটির শেয়ার বিক্রি করে দিয়েছেন। ফলে সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫৭ কোটি ৫১ লাখ ৩১ হাজার টাকা। আর প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে ১১ কোটি ৫০ লাখ ২৬ হাজার টাকা।

গেল সপ্তাহে দাম বাড়ার শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বিডি থাই ফুড। এ প্রতিষ্ঠানটির শেয়ার দাম সপ্তাহজুড়ে বেড়েছে ২১ দশমিক ৮২ শতাংশ। এর পরের স্থানটিতে রয়েছে অগ্নি সিস্টেম। সপ্তাহজুড়ে এ কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ১৬ দশমিক ২৫ শতাংশ।

এছাড়া দাম বাড়ার শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা ইনটেক লিমিটেডের ১৩ দশমিক ৩৮ শতাংশ, কুইন সাউথ টেক্সটাইলের ১৩ দশমিক ৩৬ শতাংশ, এডিএন টেলিকমের ১৩ দশমিক ২৭ শতাংশ, ড্রাগন সোয়েটারের ১২ দশমিক ১৭ শতাংশ, আমরা নেটওয়ার্কের ১১ দশমিক ৯২ শতাংশ, ভিএফএস থ্রেড ডাইংয়ের ১১ দশমিক ৭৬ শতাংশ এবং এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ১১ দশমিক ৩৬ শতাংশ দাম বেড়েছে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *