উত্তর ২৪ পরগনায় ব্যারাকপুর, নিউ ব্যারাকপুর, উত্তর ব্যারাকপুর, ভাটপাড়া, দমদম, হাবড়া, কাঁচরাপাড়া, হালিশহর-সহ এই ১০টি পুরসভায় জয়লাভ করেছে।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: ১০৮ পুরসভার মধ্যে ৩৬টি পুরসভার নির্বাচনে সবুজ ঝড়ে উড়ে গেল বিরোধীরা। ৩৬টি পুরসভা একেবারেই ‘বিরোধীশূন্য’। আর এই পুরসভাগুলিতে বিশেষ ভাবে জয় উদ্যাপনে মাতলেন তৃণমূলের নেতা-কর্মীরা। সবুজ আবির ছড়ানোর পাশাপাশি অতিরিক্ত উদ্দীপনাও দেখা গেল নেতা-কর্মীদের মধ্যে। ৩৬টি পুরসভার মধ্যে ঘাসফুল শিবির সবথেকে বেশি সংখ্যক পুরসভা বিরোধীশূন্য করেছে উত্তর ২৪ পরগনায়। উত্তর ২৪ পরগনায় ব্যারাকপুর, নিউ ব্যারাকপুর, উত্তর ব্যারাকপুর, ভাটপাড়া, দমদম, হাবড়া, কাঁচরাপাড়া, হালিশহর, নৈহাটি, টিটাগড় এই ১০টি পুরসভায় জয়লাভ করেছে।
বিরোধীশূন্য জয়ের নিরিখে উত্তর ২৪ পরগনার পরই স্থান পেয়েছে কোচবিহার এবং নদিয়া। এই দুই জেলার পাঁচটি করে পুরসভাতে একটি ওয়ার্ডেও দাঁত ফোটাতে পারেনি বিরোধীরা। কোচবিহারের দিনহাটা, হলদিবাড়ি, মাথাভাঙা, মেখলিগঞ্জ, তুফানগঞ্জ এবং নদিয়ার চাকদহ, গয়েশপুর, হরিণঘাটা, কল্যাণী ও নবদ্বীপে একটি ওয়ার্ডেও বিরোধীরা জিততে পারেননি।