শিরোনাম
বৃহঃ. জানু ২২, ২০২৬

বিশ্বসমীক্ষা : এশিয়ায় প্রভাব বিস্তারে আমেরিকা থেকে পিছিয়ে চীন, ভারত চতুর্থ, বাংলাদেশ ১৯তম

সিডিনির বিশ্ববিখ্যাত লোই ইনস্টিটিউট তাদের সার্বিক বিচারের ক্রমপর্যায় তালিকা রোববার প্রকাশ করেছে। এই তালিকায় দেখা যাচ্ছে, এশীয় দেশগুলির মধ্যে আর্থিক, রাজনৈতিক, সামাজিক প্রভাবের ক্ষেত্রে আমেরিকা এই প্যান্ডেমিকউত্তর সময়ে পিছিয়ে দিয়েছে চীনকে। এক নম্বরে আছে আমেরিকা।

প্যান্ডেমিকের সময় ভারত এবং চীন তাদের সার্বিক প্রভাব অনেকটা হারিয়েছে এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। দ্বিতীয় স্থানটি চীনের, তৃতীয় জাপান ও চতুর্থ স্থানে আছে ভারত। এশীয় র‍্যাংকিংয়ে পাকিস্তান পঞ্চদশ ও বাংলাদেশ উনিশতম স্থানে জায়গা পেয়েছে। বাংলাদেশের পরে আছে শ্রীলংকা, মায়ানমার এবং নেপাল। লোই ইনস্টিটিউট এর রিপোর্টে বলা হয়েছে যে, অতিমারির সময়ে আন্তর্জাতিক অবস্থানের পরিবর্তন হয়েছে। আর্থিক, সামরিক, কূটনৈতিক ক্ষেত্রে ভারত ও চীন তাদের ক্ষমতা হারিয়েছে। আমেরিকা শক্তিধর হয়েছে। প্যান্ডেমিক ভারতকে যেভাবে দুর্বল করেছে তা লোই ইনস্টিটিউট এর সমীক্ষায় উঠে এসেছে।

রিপোর্টে বলা হয়েছে যে, জো বাইডেন প্রশাসন এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সবকটি ক্ষেত্রে এগিয়েছে এই অতিমারির সময়ে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *