শিরোনাম
শনি. জানু ৩১, ২০২৬

বিশ্ব আদিবাসী দিবসে উন্মোচিত বিদ্যাসাগর, খুশি ঝাড়গ্রামবাসী

স্বপ্নীল মজুমদার, ঝাড়গ্রাম: অবশেষে ঝাড়গ্রাম শহরের ওল্ড সেটেলমেন্ট মোড়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তির আবরণ উন্মোচিত হল। রবিবার বিকেলে মূর্তির আবরণ উন্মোচন করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এদিন কলকাতা থেকে গাড়িতে ঝাড়গ্রামে এসে পৌঁছন পার্থবাবু। মূর্তির আবরণ উন্মোচন করে শ্রদ্ধা জানান তিনি।

দীর্ঘ ৯ মাস পরে বিদ্যাসাগরের মূর্তির আবরণ উন্মোচিত হওয়ায় ঝাড়গ্রামবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হল। বিদ্যাসাগরের দ্বিশত জন্মবর্ষ উপলক্ষে গত বছর অক্টোবরে পুরসভার উদ্যোগে মূর্তিটি বসানো হয়। কিন্তু কাকে দিয়ে আবরণ উন্মোচন করানো হবে সেই জটিলতায় মাসের পর মাস পেরিয়ে যায়। এর মধ্যে গত মার্চ থেকে লকডাউন চলতে থাকে। এপ্রিলের ঝড়ে মূর্তির মাথায় থাকা স্টিলের আচ্ছাদনটি ভেঙে যায়।

পরে নতুন করে আচ্ছাদন তৈরি করা হয়। আলো দিয়ে মূর্তির বেদীস্থলটি সাজানো হয়। রবিবার রাতে আলোকসজ্জায় বিদ্যাসাগর মূর্তিটি দেখে মুগ্ধ হন পথচলতি মানুষজন। শহরের বাসিন্দা একটি ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষক সুদীপ্ত নায়েক উন্মুক্ত বিদ্যাসাগরের ছবি ফেসবুকে পোস্ট করে লেখেন ‘বোধোদয়’।

এদিন মূর্তির আবরণ উন্মোচনের পরে বিকেলে ডিএম অফিসের সিধু-কানু হলে রাজ্য স্তরের বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে যোগ দেন পার্থবাবু। তিনি বলেন, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আদিবাসীদের শিক্ষা ও সংস্কৃতি সহ সর্বিক উন্নয়নের যে কাজ হয়েছে, তা আগে কখনও হয়নি।’’

বিশ্ব আদিবাসী দিবসে উন্মোচিত বিদ্যাসাগর, খুশি ঝাড়গ্রামবাসী

আদিবাসী উন্নয়নে রাজ্য সরকারের সদর্থক ভূমিকার কথা ব্যাখা করে পার্থবাবু জানান, চলতি শিক্ষাবর্ষে ঝাড়গ্রাম জেলার লালগড় কলেজে সাঁওতালি স্নাতকস্তরের পঠনপাঠন চালু হচ্ছে। পশ্চিম মেদিনীপুরের সবং কলেজেও সাঁওতালি ভাষায় স্নাতক স্তরে পঠন-পাঠন চালু হবে। বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে এ বছর প্রথম সাঁওতালি বিভাগে ভূগোল ও দর্শনে অর্নাস এবং ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞানে ডিগ্রি কোর্স চালু করা হচ্ছে।

এদিন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতী আদিবাসী পড়ুয়াদের এবং আদিবাসী সমাজের গুণিজনদের সংবর্ধনা দেন শিক্ষামন্ত্রী। পরে ঝাড়গ্রাম রাজবাড়ি ট্যুরিস্ট কমপ্লেক্সে জেলা তৃণমূলের সভাপতি দুলাল মুর্মু, দলের জেলা চেয়ারম্যান বিরবাহা সরেন টুডু, দুই জেলা কো-অর্ডিনেটর উজ্জ্বল দত্ত ও অজিত মাহাতো সহ দলের নেতা-নেত্রী ও জনপ্রতিনিধিদের নিয়ে দলীয় বৈঠক করেন পার্থবাবু।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *