শিরোনাম
বৃহঃ. জানু ২২, ২০২৬

বিশ্ব শান্তি দিবসে মিশিগানে মৃধা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউটের পিস র‍্যালি

পিস র‍্যালি, আলোচনা সভা এবং উপহার প্রদানের মাধ্যমে বিশ্ব শান্তি দিবস উদযাপন করল মৃধা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ পিস অ্যান্ড হ্যাপিনেস। বিগত ২৯ শে সেপ্টেম্বর বিকাল ৫টায় মিশিগান রাজ্যের সাগিনা সিটির ১৫৮১ এস ওয়াশিংটন স্ট্রিটস্থ দ্য মন্টেগু ইন থেকে মৃধা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বাংলাদেশি-আমেরিকান স্নায়ুতন্ত্র বিশেষজ্ঞ ড. দেবাশীষ মৃধা, তাঁর সহধর্মিণী মিসেস চিনু মৃধা ও এমআইআইপিএইচ এর প্রধান পরিচালক জেমস ডীন-র নেতৃত্বে এই পিচ র্যা লিটি বের হয়। র্যা লিতে বিভিন্ন স্তরের লোকজন অংশ নেন।

র‍্যালি শুরুর প্রাক্কালে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ড. দেবাশীষ মৃধা। তিনি বলেন, “বিশ্বের জন্য শান্তি খুব দরকার। শান্তি মানুষের অন্তরের বিষয় । আমরা সকলে যদি শান্তির কথা চিন্তা করতে পারি, তাহলে বিশ্বে পর্যায়ক্রমে শান্তি প্রতিষ্ঠা সম্ভব হবে।” র‍্যালিটি শহরের প্রায় দুই মাইল পথ প্রদক্ষিণ করে। ১৯১৫ সালে ফোর্ডনি স্ট্রিটের নতুন ওয়াইএমসি চত্বর হয়ে আবার মন্টেগু-ইনয়ে শেষ হয়। শান্তি দিবসে এমআইআইপিএইচের স্লোগান ছিল “We find peace by not by looking but by giving”। জন্মবছরে এবারই প্রথম দিবসটি পালন করলো এমআইআইপিএইচ।

উল্লেখ্য, এমআইআইপিএইচ হল মৃধা ফাউন্ডেশনের একটি সহযোগী প্রতিষ্ঠান, যা ড. দেবাশীষ মৃধা এবং মিসেস চিনু মৃধা কর্তৃক ২০০১ সালে প্রতিষ্ঠিত হয়। অলাভজনক এই প্রতিষ্ঠানটির অফিস মিশিগান রাজ্যের সাগিনা সিটিতে অবস্থিত। মৃধা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ পিস অ্যান্ড হ্যাপিনেস সাগিনা সহ বাইরের শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে সাহায্য করে এবং জনহিতকর কাজকে সমর্থন করে। ডা. দেবাশীষ মৃধা স্নায়ু বিজ্ঞানীর পাশাপাশি একজন দার্শনিক, লেখক এবং জনহিতৈষী বক্তি। এ পর্যন্ত তাঁর লেখা পাঁচটি বই প্রকাশ পেয়েছে। এছাড়া তাঁর উক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন অনলাইনে মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়। ইনস্টিটিউট এসব ইভেন্ট এবং প্রতিযোগিতার মাধ্যমে সম্প্রদায়ের মধ্যে বিশ্ব শান্তি এবং অভ্যন্তরীণ শান্তি ছড়িয়ে দিতে চায়। ইনস্টিটিউট তাদের অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে শান্তি ও সুখের সন্ধান দেওয়া এবং দ্বন্দ্ব সমাধানের জন্য বিনামূল্যে শিক্ষামূলক কোর্স দেওয়ার পরিকল্পনা করছে। যা আগামী বছরের জানুয়ারীতে চালু হবে। ইনস্টিটিউট ২০২২ সালের শরত্‍কালে একটি বার্ষিক শান্তি ও সুখী সম্মেলনের আয়োজন করবে। নির্দিষ্ট তারিখ এবং স্থানের নাম আগামী বছরের শুরুতে ঘোষণা করা হবে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *