তিন ফরম্যাটে ২১ জন খেলোয়াড়কে রেখে এবারের কেন্দ্রীয় চুক্তি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই চুক্তি থেকে বাদ পড়েছেন পাঁচজন তারকা। তারা হলেন- মোহাম্মদ সাইফউদ্দিন, সৌম্য সরকার, সাইফ হাসান, আবু জায়েদ রাহী ও শামীম হোসেন।
বিসিবির গত বছরের চুক্তিতে স্থান পেয়েছিলেন মোট ২৪ জন ক্রিকেটার। এবার সেই সংখ্যাটা কমে নেমে এসেছে ২১- এ। আগেরবারের চুক্তিতে সাইফউদ্দিন জায়গা পেয়েছিলেন ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে।
সৌম্য সরকার ও শামীম হোসেন চুক্তিবদ্ধ হয়েছিলেন টি-টোয়েন্টির জন্য। অন্যদিকে সাইফ হাসান ও আবু জায়েদ রাহী ছিলেন টেস্টের চুক্তিতে। এবার এদের কেউই কোনো ফরম্যাটের জন্য মনোনীত হননি।
চুক্তিতে নতুন করে জায়গা পেয়েছেন ইয়াসির আলি রাব্বি ও মাহমুদুল হাসান জয়। রাব্বি ও জয় দুজনেই জায়গা পেয়েছেন টেস্টের চুক্তিতে। এদের মধ্যে ইয়াসির লাল সবুজের প্রতিনিধিদের হয়ে তিন ফরম্যাটেই খেলেছেন। জয় খেলেছেন শুধু টেস্টে, ২ ম্যাচ।
গত বছরের নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে টেস্ট দিয়ে জাতীয় দলে অভিষেক হয় রাব্বির। অভিষেক ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৪০ রান করেছিলেন তিনি। অন্য দুই ফরম্যাটে তার অভিষেক হয় চলতি বছর।
দেশের হয়ে এখন পর্যন্ত ৩টি টেস্ট, ৩টি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলেছেন রাব্বি। টেস্টে ১২৩, ওয়ানডেতে এক ও টি-টোয়েন্টিতে ৮ রান করেছেন তিনি। অন্যদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় অভিষেক টেস্টে ব্যর্থ হলেও দ্বিতীয় ম্যাচে প্রথম ইনিংসে ৭৮ রান করেছিলেন তিনি, তাও সেটা কিউইদের মাটিতে।