শিরোনাম
শনি. জানু ৩, ২০২৬

বিহারের গঙ্গাতেই ভেসে যাবে সুশান্তের শেষ চিহ্ন, অস্থি-ভস্ম নিয়ে পটনা ফিরছেন বাবা

গতকাল বিকেলে মুম্বইয়ের ভিলে পার্লে পবনহংস শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হয়। একমাত্র ছেলের মুখাগ্নি করেন বাবা কে কে সিং রাজপুত।

অনেক প্রশ্নের উত্তর এখনও মেলেনি, হয়তো আর কোনও দিন মিলবে না। সুশান্ত থেকে যাবেন তাঁর নিজস্ব ‘আনটোল্ড স্টোরি’ হয়েই । কিন্তু এই জীবন তো আর থেমে থাকবে না। সমস্ত ঝড় কেটে গেলে আবারও শোক, দুঃখ, জ্বরা পাশে সরিয়ে রেখে সে উঠে দাঁড়াবেই।

রবিবার বান্দ্রার ফ্ল্যাটে হঠাৎই আত্মহত্যা করেন সুশান্ত সিং রাজপুত। মৃত্যুর দু’দিন পরেও চলছে সেই মৃত্যুর কারণ নিয়ে চর্চা। অন্যদিকে, বাস্তবের পৃথিবীর অনেক জটিল অঙ্ক অসম্পূর্ণ রেখেই চিরতরে পঞ্চভূতে বিলীন হয়ে গিয়েছেন পর্দার ধোনি। গতকাল বিকেলে মুম্বইয়ের ভিলে পার্লে পবনহংস শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হয়। একমাত্র ছেলের মুখাগ্নি করেন বাবা কে কে সিং রাজপুত।

সুশান্তের পরিবারের তরফে সিদ্ধান্ত হয়, পাটনার ছেলে সুশান্তের শেষ চিহ্ন ভাসানো হবে বিহারের গঙ্গাতেই। সেই মতো ছেলে সুশান্তের অস্থি-ভস্ম নিয়ে মুম্বই থেকে পটনার উদ্দেশ্যে রওনা দিয়েছেন হতভাগ্য বাবা।  অন্যদিকে, খবর পাওয়া গিয়েছে দেওরের অকাল মৃত্যুর শোক সহ্য করতে না পেরে পটনায় মৃত্যু হয়েছে সুশান্তের বৌদির। নিউজ১৮

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *