শিরোনাম
বৃহঃ. জানু ২২, ২০২৬

বিহারের ব্যবসায়ীদের কাছে ঘোল মাছ বেচে এক রাতে কোটিপতি মহারাষ্ট্রের আট জেলে!

মাছ নয়, এ যেনো একেক খণ্ড স্বর্ণ। এসব মাছের দাম এ কথাটিই প্রমান করে। ভারতের মহারাষ্ট্রের পালঘরের কয়েক জেলে সম্প্রতি সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন। গভীর সমুদ্রে অন্য মাছের পাশাপাশি তারা পেয়েছিলেন ১৫৭টি ঘোল মাছ। আর এ মাছই বদলে দিয়েছে ওই জেলেদের জীবন। মাছগুলো বিক্রি হয়েছে ১ কোটি ৩৩ লাখ রুপিতে। এক রাতেই এ জেলেরা হয়ে গেছেন কোটিপতি।

গত ২৮ আগস্ট সন্ধ্যায় মহারাষ্ট্রের হারবা দেবী থেকে মাছ ধরার উদ্দেশ্যে বেরিয়েছিলেন চন্দ্রকান্ত তারে। আট জন সহযোগীকে নিয়ে মাছ ধরতে গিয়েছিলেন তিনি। সেই যাত্রাতেই তাদের জালে জড়িয়েছে দুর্মূল্য এ মাছ। তারপর পালঘরের মুরবে এলাকায় নিলামে তোলা হয় ওই মাছগুলো। সেখানেই বিহারের ব্যবসায়ীরা কিনেছেন মাছগুলো।

ঘোল মাছ ‘সি গোল্ড’ (সমুদ্রের স্বর্ণ) নামেও পরিচিত। এর বিজ্ঞানসম্মত নাম ‘প্রোটোনিবিয়া ডায়াকানথুস’। এ মাছের প্রত্যেকটি অংশ ওষুধ এবং প্রসাধন তৈরির কাজে ব্যবহত হয়। ওষুধ, প্রসাধন, দেহের সঙ্গে মিশে যাওয়া সেলাইয়ের সুতোসহ বিভিন্ন জিনিস তৈরিতে ব্যবহার করা হয় এ মাছ।

হংকং, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, জাপানে এ মাছের বিপুল চাহিদা রয়েছে। কিন্তু দূষণের জন্য অনেক কমেছে ঘোল মাছ। এ কারণে এ মাছের চাহিদা কয়েকগুণ বেড়ে গেছে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *