সামনে বিহারের ভোট। সেই ভোট যেন অবাধ এবং শান্তিপূর্ণ করার জন্য নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে আবেদন জানিয়েছেন সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। নির্বাচনে অর্থ বলের একটা দাপট থাকে এবং অর্থ বলের দ্বারা নির্বাচন প্রভাবিত হয়। আর তাই ভোটের সময় টাকার দাপট কমানো একান্ত জরুরি বলে ওই চিঠিতে আর্জি জানানো হয়েছে।
ইয়েচুরি ওই চিঠিতে উল্লেখ করেছেন, বর্তমানে শাসকদলের অর্থ বল চরম আকার নিয়েছে। অবিলম্বে কমিশনের তা নিয়ন্ত্রণ করা উচিত। নানা আইন পরিবর্তন করে বিজেপি তাদের নির্বাচনী তহবিল’ বাড়াচ্ছে বলে অভিযোগ তার। নির্বাচনী বন্ড চালু করার মাধ্যমে কর্পোরেট অর্থের দাপট বেড়েছে বলে তার অভিমত। রাজনৈতিক দলের বন্ডের মাধ্যমে অর্থ সংগ্রহ এবং তার হিসাব গোপনের অবাধ সুযোগ করে দিচ্ছে বলে তার অভিযোগ।
পাশাপাশি ওই চিঠিতে দলের পক্ষ থেকে তিনি প্রস্তাব দিয়েছেন কমিশন যেন সদা সতর্ক নজর রাখে নির্বাচনের সময় শাসকদল মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার উপর কতটা প্রভাব বিস্তার করছে তা দেখতে। ইয়েচুরির বক্তব্য, বিজেপি অর্থের দাপটে মিডিয়া এবং সোশ্যাল মিডিয়াকে নিয়ন্ত্রণ করে চলছে।
যার ফলে নির্বাচনের সময় এই বিষয়ে সব রাজনৈতিক দলের সমান অধিকার থাকার নীতি ভাঙ্গা হচ্ছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভুয়া খবর প্রচারের ব্যাপারে কমিশনকে সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে।
এছাড়া নির্বাচনের ব্যবহৃত ইভিএম মেশিন কারচুপির ব্যাপারে কমিশনের কাছে অভিযোগ রেখেছেন। চিঠিতে তিনি জানিয়েছেন , ইভিএম মেশিনের ঠিকাদারের মাধ্যমে সেখানে কারচুপির ব্যবস্থা করা হয়। এই ব্যাপারে কমিশনকে সতর্ক থাকতে বলা হয়েছে যাতে কোনরকম কারচুপি না হয়।

