কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, বিহারে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ১৭৯৫৯৷ মৃত্যু হয়েছে ১৬০ জনের৷
করোনা সংক্রমণ রুখতে বড় সিদ্ধান্ত নিল নীতীশ কুমার সরকার৷ আগামী ১৬ থেকে ৩১ জুলাই পর্যন্ত ফের বিহারে পূর্ণ লকডাউন ঘোষণা করা হল। তবে লকডাউন চললেও সমস্ত জরুরি পরিষেবা চালু থাকবে৷ বিহারের উপমুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদি এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন৷
করোনা পরিস্থিতি নিয়ে এ দিন ক্রাইসিস ম্যানেজমেন্ট গ্রুপের বৈঠক করেন বিহারের মুখ্যসচিব দীপক কুমার৷ জেলাশাসকদের সঙ্গেও আলোচনা করা হয়৷ এর পরই লকডাউনের সিদ্ধান্ত নেয় সরকার৷
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, বিহারে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ১৭৯৫৯৷ মৃত্যু হয়েছে ১৬০ জনের৷ বিহারের স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত তিন- চার দিনে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা একধাক্কায় অনেকটা বেড়ে গিয়েছে৷ তাই সংক্রমণ নিয়ন্ত্রণ করতেই গোটা রাজ্যে ফের একবার লকডাউনের পথে হাঁটল বিহার সরকার৷