নিজস্ব প্রতিনিধি, পটনা: বিহার বিধানসভা ৭৮ আসনে শনিবার তৃতীয় তথা শেষ দফায় ভোটগ্রহণ। তৃতীয় দফায় ভাগ্যপরীক্ষায় নামছেন এক ডজন মন্ত্রী সহ ১ হাজার ২০৪ জন প্রার্থী। আজ তৃতীয় দফায় গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন ২ কোটি ৩৪ লক্ষ ভোটার। তৃতীয় দফার ভোট নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রয়োজনীয় নিরাপত্তার বন্দোবস্থ করেছে নির্বাচন কমিশন। সকাল সাতটা থেকে সন্ধে ছয়টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে। একই সঙ্গে বাল্মিকীনগর লোকসভা আসনের উপনির্বাচনের জন্যও ভোট নেওয়া হচ্ছে।
পাটলিপুত্রের কুর্সিতে আগামী পাঁচ বছরের জন্য কারা ক্ষমতায় বসছেন, তার আভাস মিলতে পারে সন্ধের মধ্যেই। একাধিক বৈদ্যুতিন চ্যানেলের পক্ষ থেকে শনিবার ভোটগ্রহণ শেষ হওয়ার পরেই বুথ ফেরত সমীক্ষা দেখানো হবে। যদিও পাঁচ বছর আগে বিজেপি ভক্ত একাধিক টিভি চ্যানেলের বুথফেরত সমীক্ষার সঙ্গে বাস্তবের ফল মেলেনি। রাজনৈতিক প্রভু বিজেপি নেতাদের খুশি রাখতে একাধিক চ্যানেল ২০১৫ সালে এনডিএ সরকার ক্ষমতায় ফিরবে বলে পূর্বাভাস দিয়েছিল। সেই পূর্বাভাস মুখ থুবড়ে পড়ার পরে ক্ষমা চাওয়ার মতো সৌজন্যটুকু দেখায়নি মোদি ভক্ত গদি মিডিয়া।
দেশে করোনার আবহেই বিহার বিধানসভার ভোটগ্রহণ হচ্ছে। সামাজিক দুরত্ব ও করোনা বিধির কথা মাথায় রেখে রাজ্যে তিন দফায় ভোট করানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। প্রথম দফায় গত ২৮ অক্টোবর ৭১ আসনে ভোট গ্রহণ করা হয়েছিল। গত ৩ নভেম্বর দ্বিতীয় দফায় ৯৪ আসনে ভোট নেওয়া হয়। আর শনিবার পূর্ব বিহারের ৭৮ আসনের জন্য ভোট নেওয়া হচ্ছে। তৃতীয় দফার ভোটের প্রচারের শেষ লগ্নে বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার সংসদীয় রাজনীতি থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করে চমক দিয়েছিলেন।
তৃতীয় দফায় নীতীশ মন্ত্রিসভার এক ডজন মন্ত্রী ভাগ্য পরীক্ষায় নামছেন। তাঁদের মধ্যে আটজন জেডিইউয়ের হয়ে এবং চার জন বিজেপির হয়ে লড়াইয়ের ময়দানে নামছেন। জেডিইউয়ের হয়ে যে আট মন্ত্রী ভাগ্যপরীক্ষায় নামছেন, তাঁরা হলেন-বিজেন্দ্র প্রসাদ যাদব (সুপাল), নরেন্দ্র নারায়ণ যাদব (আলমনগর), মহেশ্বর হাজারী (কল্যাণপুর), রমেশ ঋষিদেও (সিংঘেশ্বর), খুরশিদ ওরফে ফিরোজ আহমেদ (সিকতা), লক্ষ্মেশ্বর রায় (লৌকাহা), ভীমা ভারতী (রুপৌলি) ও মদন সাহানি (বাহাদুরপুর)।
বিজেপির হয়ে যে চার মন্ত্রী ভোটের ময়দানে তাঁরা হলেন-প্রমোদ কুমার (মোতিহারি), সুরেশ শর্মা (মুজফফরপুর), বীরেন্দ্রনারায়ণ ঝা (বেনিপাত্তি) ও কৃষ্ণকুমার ঋষি (বনমাঙ্কি)। এছাড়া বিকাশশিল ইনসান পার্টির সুপ্রিমো মুকেশ সাহানি, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শরদ যাদবের কন্যা সুভাষিণী যাদবের ভাগ্যও আজ ইভিএম বন্দি হচ্ছে। সূত্র: এই সময়ে