শিরোনাম
বৃহঃ. জানু ২২, ২০২৬

বিহার: ‘আমিই তো ওকে মুখ্যমন্ত্রী করেছিলাম’, ৬ বছর পর জেল থেকে বেরিয়েই নীতিশকে লালুর আক্রমণ

পাটনা: জেল থেকে বেরিয়ে সোজা নির্বাচনী প্রচারে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব। বুধবার দিল্লির জেল থেকে সোজা বিহারের তারাপুরে আসেন লালুপ্রসাদ। তারপরই দুই বিধানসভার উপ নির্বাচনে নীতিশ কুমার ও কেন্দ্রের বিজেপি সরকারকে কড়া আক্রমণ করেন। তিনি বলেন, নীতিশ কুমারকে আমিই মুখ্যমন্ত্রী বানিয়েছিলাম। বিহারের উন্নয়ন থমকে গেছে। বিজেপি সরকার তা উন্নয়ন করতে দিচ্ছে না বলেও অভিযোগ করেন লালু।

লালু প্রসাদ যাদব প্রায়ই তাঁর ভাষণে বিজেপিকে নিশানা করেন। এক সাক্ষাত্‍কারে তিনি বলেছিলেন, ‘বিহারের উন্নয়নে বিজেপি কোনও পরিকল্পনা কখনই সফল হতে দেয় না। এর আগে আডবাণীজিকে গ্রেফতার করে আমরা তার প্রমাণ দিয়েছি।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *