রাঁচি, ৫ ডিসেম্বর: ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বৃহস্পতিবার তাঁর মন্ত্রিসভার সম্প্রসারণ করেছেন। এই পর্বে ১১ জন মন্ত্রীকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এরফলে মন্ত্রিসভায় ঝাড়খণ্ড মুক্তি মোর্চার ৬, কংগ্রেসের ৪ ও আরজেডি-র একজন সদস্য অন্তর্ভুক্ত হলেন। উল্লেখ্য, গত ২৮ নভেম্বর হেমন্ত সোরেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে শপথ নেন। হেমন্ত সোরেন এদিন বলেছেন, “সময় যতই এগিয়ে যাচ্ছে, সবকিছুই দ্রুত ঘটছে। সরকার এখন নির্দেশনা পাবে এবং আমরা দ্রুত গতিতে এগিয়ে যাব।”
জেএমএম বিধায়ক যোগেন্দ্র প্রসাদ, জেএমএম বিধায়ক সুদিব্য কুমার এবং কংগ্রেস বিধায়ক শিল্পী নেহা টির্কি ঝাড়খণ্ডের জেএমএম-নেতৃত্বাধীন মহাজোট সরকারে মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। জেএমএম বিধায়ক রামদাস সোরেন, কংগ্রেস বিধায়ক ইরফান আনসারি, জেএমএম বিধায়ক হাফিজুল হাসান এবং কংগ্রেস বিধায়ক দীপিকা পান্ডে সিং মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন।
এছাড়াও কংগ্রেস বিধায়ক রাধা কৃষ্ণ কিশোর, জেএমএম বিধায়ক দীপক বিরুয়া, জেএমএম বিধায়ক চামরা লিন্ডা এবং আরজেডি বিধায়ক সঞ্জয় প্রসাদ যাদব মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।