বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুশীল মোদীকে রাজ্যসভা উপ-নির্বাচনে প্রার্থী হিসাবে মনোনীত করেছে বিজেপি। বিহারে সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের পরে তাঁকে রাজ্য মন্ত্রিসভায় কোনও স্থান দেওয়া হয়নি। বিগত মন্ত্রিসভায় উপমুখ্যমন্ত্রী ছিলেন সুশীল মোদী। এবার তাঁকে রাজ্যসভায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হল বিজেপির পক্ষ থেকে।
লোক জনশক্তি পার্টি বা এলজেপির প্রতিষ্ঠাতা রামবিলাস পাসওয়ানের মৃত্যুতে রাজ্যসভার আসনটি শূন্য হয়ে যায়। বর্তমানে তাঁর পুত্র চিরাগ পাসওয়ান নেতৃত্ব দিচ্ছেন। ওই আসনে ভোটগ্রহণ ও ভোট গণনার জন্য নির্বাচন কমিশন ১৪ ডিসেম্বর দিনক্ষণ নির্ধারণ করেছে।
বিজেপির রবিশঙ্কর প্রসাদ এই আসনে প্রথম নির্বাচিত হয়েছিলেন ২০১৮ সালে। তিনি ২০১৯ সালে লোকসভায় নির্বাচিত হওয়ার পরে পদত্যাগ করেন। ২০১৯ সালের জুনে রামবিলাস পাসওয়ান বিজেপি এবং জেডিইউ-এর সমর্থন নিয়ে নির্বাচিত হয়েছিলেন উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরে। এবার তৃতীয়বার ওই কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে।

