পাটনা: ”চাইলেই ১ কোটি চাকরির প্রতিশ্রুতি দিতে পারতাম, কিন্তু জানি তা সম্ভব নয়। ভোটে জিততে এমন কোনও প্রতিশ্রুতি দেব না, যা পূরণ অসম্ভব”, শনিবার আরজেডি-র নির্বাচনী ইস্তেহার প্রকাশ করে এমনই জানালেন লালুপ্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদব। রাষ্ট্রীয় জনতা দলের এবারের বিহারের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী এই তরুণ রাজনীতিবিদ। নীতীশ কুমারের প্রবল প্রতিপক্ষ হিসেবে অনেকটাই নিজেকে প্রতিষ্ঠিত করে তুলতে সক্ষম হয়েছেন তিনি।
রাজনৈতিক মহলের ব্যাখ্যা, শাসক-শিবিরের ছক বুঝে নিতে গিয়েই বিহারে বিধানসভা ভোটের ইস্তেহার প্রকাশে দেরি করেছে আরজেডি। শনিবার সাংবাদিক বৈঠক করে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেন দলের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব।
আসন্ন বিধানসভা নির্বাচনে জিতে এলে রাজ্যের ১০ লক্ষ মানুষের চাকরির ব্যবস্থা করবে তাঁদের সরকার। এমনই প্রতিশ্রুতি দিয়েছেন লালু-পুত্র তেজস্বী। আসন্ন ভোটে বিহারবাসী তাঁদের সমর্থন করলে ইস্তেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলি একে-একে পূরণ করা হবে বলে জনিয়েছেন তেজস্বী।
এদিন আরজেডি-র মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব বলেন, ”চাইলেই ১ কোটি চাকরির প্রতিশ্রুতি দিতে পারতাম, কিন্তু জানি তা সম্ভব নয়। ভোটে জিততে এমন কোনও প্রতিশ্রুতি দেব না, যা পূরণ অসম্ভব। আমি মাত্র ১০ লক্ষ চাকরির প্রতিশ্রুতি দিয়েছি।
ভোটে জিতে ক্ষমতায় এলে প্রথম মন্ত্রিসভার বৈঠকেই ইস্তেহারে দেওয়া ১০ লক্ষ চাকরির প্রতিশ্রুতি যেন পূরণ করতে পারি। যদি তা করা যায় তবে সেটাই হবে দেশের প্রথম কোনও পদক্ষেপ যেখানে এক দিনে ১০ লক্ষ মানুষকে চাকরি দেবে কোনও রাজ্য সরকার।”
এদিকে, দিন কয়েক আগেই আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির ইস্তেহার প্রকাশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা দলের নেত্রী নির্মলা সীতারমণ। বিহারে ক্ষমতায় ফিরলে রাজ্যবাসীর জন্য ১৯ লক্ষ চাকরির প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি।
একইসঙ্গে বিজেপির ইস্তেহারে রাজ্যে বিনামূল্যে করোনা টিকা প্রয়োগেরও প্রতিশ্রুতি রয়েছে। শরিক বিজেপির নজরকাড়া চাকরি প্রতিশ্রুতির পাল্টা হিসেবে সাবধানী পদক্ষেপ নিয়েছে শাসক-জেডিইউ। বিপুল চাকরি দেওয়ার প্রতিশ্রুতি নেই তাদের নির্বাচনী ইস্তেহারে। বরং জেডিইউ-র অঙ্গীকার, ‘যুব শক্তি বিহার কি প্রগতি’।