বিহার নিউজ ডেস্ক: আবার জেলে যাচ্ছেন লালু প্রসাদ যাদব। পশুখাদ্য মামলায় (Fodder Scam) অভিযুক্ত আরজেডি প্রধান লালুকে ৫ বছরের জন্য কারাদণ্ডের নির্দেশ দেওয়া হল আদালতের তরফে। জরিমানারও নির্দেশ দেয় আদালত। লালু প্রসাদ যাদবকে ৫ বছরের কারাদণ্ডের পাশাপাশি মোট ৬০ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দেয় আদালত।
রিপোর্টে প্রকাশ, ডোরান্ডা ট্রেজারি মামলায় বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে ১৩৯ কোটি ৪৫ লক্ষ টাকা তছরুপের অভিযোগ দায়ের করা হয়। লালু যাদবের বিরুদ্ধে বিপুল পরিমাণ অর্থ তছরুপের অভিযোগের পর চলছিল মামলা। ফলে পশুখাদ্য মামলার পঞ্চম কেলেঙ্কারিতে অভিযুক্ত সাব্যস্ত হওয়ার পর লালুর ৫ বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়।
সোমবার সিবিআই আদালত বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবকে এই সাজা দিয়েছে। লালু প্রসাদ যাদবের জন্ম ১৯৪৮ সালে। বয়স চলছে ৭৪।এদিকে, প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের আইনি টিমের তরফে জানানো হয়েছে, তাঁরা হাইকোর্টে আবেদন করবেন। লালু প্রসাদ যাদব তাঁর জেল যাত্রার অর্ধেক জীবনযাপন করেছেন বলে দাবি করা হয় তাঁর আইনি টিমের তরফে।