২০১৩ সালে বিহারের রাজধানী পাটনার গান্ধী ময়দানে হওয়া সিরিয়াল ব্লাস্ট মামলায় সোমবার NIA-র বিশেষ আদালত চার জঙ্গিকে ফাঁসির সাজা দিয়েছে। পাটনার গান্ধী ময়দানে হওয়া এই বিস্ফোরণের মামলায় NIA-র আদালত মোট ৯ জনকে সাজা শুনিয়েছে।
নয় জনের মধ্যে চার দোষী ইমতিয়াজ আলী, হায়দার আলী, নুমান আনসারি আর মোজিবুল্লাহ আনসারিকে ফাঁসির সাজা শোনানো হয়েছে। দুজনকে দোষীকে যাবজ্জীবন কারাদণ্ড দুজনকে ১০ বছরের জেল আর একজনকে ৭ বছরের জেলের সাজা শোনানো হয়েছে।
উল্লেখ্য, গান্ধী ময়দানে ২৭ অক্টোবর ২০১৩ সালে নরেন্দ্র মোদীর হুঙ্কার র্যালির ঠিক আগে সিরিয়াল বোমা ব্লাস্ট হয়েছিল। ওই বিস্ফোরণে ৬ জনের মৃত্যু আর ৮৯ জন আহত হয়েছিলেন।