শিরোনাম
রবি. জানু ৪, ২০২৬

বিহার: পাবলিক সার্ভিস কমিশন আইনি নোটিস পাঠাল জন সুরাজ দলের নেতা প্রশান্ত কিশোরকে।

  • পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলেছেন জন সুরাজ দলের নেতা। ওই মন্তব্যের স্বপক্ষে প্রমাণ দেখাতে বলা হয়েছে প্রশান্তকে।

বিহার ডেস্ক: জন সুরাজ দলের নেতা প্রশান্ত কিশোর (পিকে)-কে আইনি নোটিস পাঠাল বিহারের পাবলিক সার্ভিস কমিশন (বিপিসিএস)। পরীক্ষায় অনিয়মের যে অভিযোগ তিনি তুলেছেন, তার স্বপক্ষে প্রমাণ দিতে বলা হয়েছে পিকেকে। শুক্রবার ওই নোটিস পাঠিয়ে বিপিসিএস বলেছে, সাত দিনের মধ্যে প্রমাণ জমা দিতে হবে। তাদের দাবি, পিকের বক্তব্য সম্মানহানিকর এবং ভিত্তিহীন।

বিপিএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগ ঘিরে আন্দোলনে নেমেছেন চাকরিপ্রার্থীদের একাংশ। অনিয়মের অভিযোগে চাকরিপ্রার্থীদের পাশে দাঁড়াতে পটনার গান্ধী ময়দানে ‘আমরণ’ অনশনেও বসেছিলেন প্রশান্ত। সেখান থেকে তাঁকে তুলে নিয়ে যায় পুলিশ। কমিশনের আইনজীবী আইনি নোটিসে লিখেছেন, প্রশান্ত সম্প্রতি দাবি করেছেন এক-দেড় কোটি টাকার বিনিময়ে চাকরি বিক্রি করা হয়েছে। সব মিলিয়ে হাজার কোটিরও বেশি টাকার দুর্নীতি হয়েছে বলে দাবি করেছেন পিকে। আইনজীবীর বক্তব্য, কোনও প্রমাণ ছাড়া এই ধরনের মন্তব্য ভিত্তিহীন এবং কমিশনের সম্মান নষ্ট করতে পারে। যা আইনত শাস্তিযোগ্য। এই অবস্থায় জন সুরাজ দলের প্রধানকে মন্তব্যের স্বপক্ষে প্রমাণ দেখাতে বলেছেন কমিশনের আইনজীবী।

বিপিএসসি-র পরীক্ষায় অনিয়মের অভিযোগে দীর্ঘ দিন ধরে সরব পিকে। রাজ্যের নানা প্রান্তে পরীক্ষা বাতিল চেয়ে এবং নতুন করে পরীক্ষা নেওয়ার দাবিতে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ চলছে। বার বার এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী নীতীশকে আক্রমণ করেছেন পিকে। তাঁর অভিযোগ, দীর্ঘ দিন ধরেই বিহারের চাকরির পরীক্ষাগুলিতে কারচুপি চলছে। বিহারের পিএসসি পরীক্ষা বাতিলের আবেদন জানিয়ে পটনা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন পিকের আইনজীবীরা।

বস্তুত, গত রবিবার পরীক্ষা বাতিলের দাবিতে গান্ধী ময়দানে জমায়েত করেছিলেন হাজার হাজার চাকরিপ্রার্থী। পিকে-ও সেখানে ছিলেন। রাতে সেই জমায়েত মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বাড়ির দিকে এগোতে শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। পিকের বিরুদ্ধে এফআইআরও হয়। তার পর তিনি অনশনে বসেছিলেন। কিন্তু তাঁকে সোমবার ভোরের আলো ফোটার আগেই সেখান থেকে তুলে যায় পুলিশ। পরে বিচারক পিকে-কে বিনা শর্তে মুক্তি দেওয়ার নির্দেশ দেন।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *