শিরোনাম
শনি. জানু ৩১, ২০২৬

বিহার বিধানসভা নির্বাচন নিয়ে গঠিত হতে চলেছে মহা জোট

বিহারের আসন্ন বিধান সভা নির্বাচনে বিরোধীদের তৈরী মহা জোটে সামিল হলেন বিহার সিপি আই ও সি পি এম দল। আর যে ডি র সভা পতি জগদানন্দ সিংহের সঙ্গে গতকাল দেখা করেন বিহার রাজ্য সি পি আই এর সম্পাদক রামনরেশ পান্ডে ও বিহার সি পি আই এম এর সম্পাদক অবদেশ কুমার। বিরোধী জোট নিতে ঐ তিন নেতা গতকাল নিজেদের মধ্যে অনেক্ষন আলোচনা চালিয়েছেন বলে জানা যাচ্ছে। তবে এই বিরোধী জোটে সি পি আই (এম এল) যোগ দেবে কিনা তা জানা যায়নি।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *