শিরোনাম
শুক্র. জানু ৩০, ২০২৬

বিহার বিধানসভা নির্বাচন – এলজেপিকে বাদ দিয়ে ৫০-৫০ ফর্মুলায় বিজেপি-জেডি(ইউ) আসন ভাগাভাগি

আসন্ন বিহার বিধানসভায় আসন বন্টন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছালো এনডিএ। ৫০-৫০ ফর্মুলায় বিহার বিধানসভা নির্বাচনে ১২২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে জেডি(ইউ) এবং ১২১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে বিজেপি। মঙ্গলবার বিকেলে এক সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন জেডি(ইউ) প্রধান তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার।

এর আগেই বিহারের এনডিএ জোট থেকে সরে দাঁড়িয়েছে চিরাগ পাসোয়ানের লোক জনশক্তি পার্টি। আসন্ন নির্বাচনে এলজেপি বিজেপির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা না করলেও জেডি(ইউ)-র বিরুদ্ধে সব আসনেই প্রার্থী দেবে বলে জানিয়েছে। এই বিষয়ে ইতিমধ্যেই বিজেপি শীর্ষ নেতৃত্বের সঙ্গে একাধিকবার আলোচনা সেরে নিয়েছেন চিরাগ পাসোয়ান।

২৪৩ আসন বিশিষ্ট বিহার বিধানসভায় জেডি(ইউ) তাদের ভাগের ১২২ আসন থেকে আসন ছাড়বে অন্য জোটসঙ্গী হিন্দুস্থান আওয়াম মোর্চাকে। অন্যদিকে বিজেপি তাদের ভাগের আসন থেকে আসন ছাড়বে মুকেশ সাহানীর ভিআইপিকে। যারা মাত্র দু’দিন আগেই মহাজোট ছেড়ে এনডিএ জোটে শামিল হয়েছে।

মঙ্গলবার বিজেপি জেডি(ইউ) যৌথ সাংবাদিক সম্মেলনে নীতিশ কুমার চিরাগ পাসোয়ানের নাম না উল্লেখ করে বলেন – কে কী বলছে তা নিয়ে আমার কিছু বলার নেই। তিনি মনে করিয়ে দেন, জেডি(ইউ)-র সমর্থন ছাড়া রামবিলাস পাসোয়ান রাজ্যসভায় যেতে পারতেন না। তিনি আরও বলেন, পাসোয়ানজী আমাদের পুরোনো বন্ধু, তিনি এখন অসুস্থ। আমি তাঁর দ্রুত আরোগ্য কামনা করি।

অন্যদিকে এদিনের সাংবাদিক সম্মেলনে বিজেপির পক্ষ থেকে সুশীল মোদী জানান, আসন্ন নির্বাচনে নীতিশ কুমারই আমাদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী। যারা এই সত্য মেনে নিতে পারবেন না তাদের এনডিএ-তে জায়গা নেই।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *