শিরোনাম
শুক্র. জানু ৩০, ২০২৬

বিহার বিধানসভা নির্বাচন – প্রথম দফায় ৭১ আসনে প্রার্থী ১,০৬৬, মহিলা প্রার্থী ১৪৪

বিহারে প্রথম দফার নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ অক্টোবর। ৭১ আসনের এই নির্বাচনে ময়দানে প্রার্থী আছেন মোট ১,০৬৬ জন। যাঁদের মধ্যে ১৪৪ জন মহিলা। যা মোট প্রার্থীর ১৩.৫ শতাংশ। এই তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন।

এবারের নির্বাচনে জেডি(ইউ)-র ১১৫ জন প্রার্থীর মধ্যে মহিলা প্রার্থীর সংখ্যা ২২ বা ১৯ শতাংশ। অন্যদিকে এনডিএ-র প্রধান শরিক বিজেপির ১১০ প্রার্থীর মধ্যে মহিলা প্রার্থী ১৩ বা ১১.৮ শতাংশ।

মহাজোটের ১১৪ প্রার্থীর মধ্যে মহিলা প্রার্থী ১১ জন। কংগ্রেসের ৭০ প্রার্থীর মধ্যে মহিলা প্রার্থী ৬। চিরাগ পাসোয়ানের এলজেপির ১৩৪ প্রার্থীর মধ্যে মহিলা প্রার্থীর সংখ্যা ২৮। সিপিআই(এম-এল)-এর ১৯ প্রার্থীর মধ্যে মহিলা প্রার্থীর সংখ্যা ১।

আগামী ২৮ অক্টোবর থেকে বিহারে ভোটগ্রহণ শুরু হবে। ওইদিন ৭১ আসনে ভোটগ্রহণ করা হবে। আগামী ৩ নভেম্বর ৯৪ আসনে ভোট এবং ৭ নভেম্বর বাকি ৭৮ আসনে ভোট নেওয়া হবে। বিহার নির্বাচনের ফলাফল ঘোষিত হবে আগামী ১০ নভেম্বর।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *