বিহার ডেস্ক: বিহারে আবারও বিষমদ আতঙ্ক, এবার বিহারের নালন্দা জেলায় বিষমদ খেয়ে মৃত্যু হয়েছে ৫ জনের। মৃতদের পরিবারের দাবি, বিষাক্ত মদ খাওয়ার কারণেই ৫ জনের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। নালন্দা জেলার সোহসরায় থানার অন্তর্গত ছোটি পাহাড়ি ও পাহাড় তল্লি মহল্লার ঘটনা। বিষমদ খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন আরও ৩ জন, তাঁদের চিকিৎসা চলছে।
শনিবার সকালে মৃতদের পরিজনরা জানিয়েছেন, বিষমদ খাওয়ার পর থেকেই সবাই অসুস্থ হয়ে পড়েন এবং ৫ জনের মৃত্যু হয়। ৩ জন গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ তদন্ত শুরু করেছে। স্টেশন হাউস অফিসার সুরেশ প্রসাদের পর সদরের ডিএসপি শিবলী নোমানী দুই মহল্লায় পৌঁছে পরিজনদের সঙ্গে কথা বলেন। মানপুরা থানার অন্তর্গত হরগাওয়া গ্রামেও সন্দেহজনক অবস্থায় দু’জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।