মঙ্গলবার বিহারের লক্ষীসরাই জেলায় সড়ক দুর্ঘটনায় অন্তত ছয়জন নিহত ও চারজন আহত হয়েছেন। নিহত ছয়জনের মধ্যে পাঁচজন প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মীয়, সূত্র জানিয়েছে।
সূত্রের খবর, মঙ্গলবার সকালে হলসি থানার অন্তর্গত পিপরা গ্রামের কাছে সিকান্দ্রা-শেখপুরা জাতীয় সড়ক-৩৩৩-এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা পাটনা থেকে জামুই ফিরছিলেন যেখানে তারা এক আত্মীয়ের শেষকৃত্যে যোগ দিতে গিয়েছিলেন।
হঠাৎ খালি এলপিজি সিলিন্ডার বোঝাই একটি ট্রাকের সঙ্গে তাদের গাড়ির সংঘর্ষ হয়। এতে চালকসহ ছয়জন ঘটনাস্থলেই মারা যান এবং আহত চারজনকে আশঙ্কাজনক অবস্থায় জামুই সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
নিহতরা হলেন লালজিৎ সিং, তার দুই ছেলে অমিত শেখর ওরফে নেমানি সিং এবং রাম চন্দ্র সিং, মেয়ে বেবী দেবী, ভাইঝি অনিতা দেবী এবং চালক প্রীতম কুমার।
লালজিৎ সিং হরিয়ানা পুলিশের সিনিয়র অফিসার ওম প্রকাশ সিংয়ের শ্যালক ছিলেন। ওপি সিং সুশান্ত সিং রাজপুতের শ্যালক।
ওপি সিংয়ের বোন গীতা দেবীর অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেওয়ার পরে নিহতরা জামুইতে ফিরছিলেন।