শিরোনাম
শুক্র. জানু ৩০, ২০২৬

বিহার ভোটে বিজেপির অস্ত্র সুশান্ত-মৃত্যু, মাস্ক-পোস্টার নিয়ে আসরে গেরুয়া শিবির!

হাইলাইটস

  • করোনা আর বন্যার জোড়া আঘাতে ব্যাপক সংকটে বিহারের মানুষ।
  • জেডিইউ ও বিজেপির জোট সরকারের কাছে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু।
  • মোট ৩০ হাজার এই ধরনের পোস্টার ছাপা হয়েছে।

বিহার: বছরের শেষেই বিধানসভা ভোট বিহারে। তার আগেই অবশ্য করোনা আর বন্যার জোড়া আঘাতে ব্যাপক সংকটে বিহারের মানুষ। অথচ সেই বিষয়গুলির থেকে বিহারে ক্ষমতায় থাকা জেডিইউ ও বিজেপির জোট সরকারের কাছে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু । আর সেই বিষয়টিকেই আপাতত প্রচারের হাতিয়ার করছে গেরুয়া শিবির।

বিহার বিজেপির সংস্কৃতি মোর্চার তরফে শনিবারই সুশান্তের মৃত্যু ঘিরে প্রকাশ করা হয়েছে একটি পোস্টার। সেখানে লেখা রয়েছে ‘তোমাকে না ভুলেছি, আর না ভুলতে দেব।’ একই সঙ্গে লেখা ‘জাস্টিস ফর সুশান্ত’ স্লোগানও, সঙ্গে রয়েছে প্রয়াত অভিনেতার ছবিও। মোট ৩০ হাজার এই ধরনের পোস্টার ছাপা হয়েছে।

আর সেই পোস্টারগুলি লাগানো হচ্ছে বিহারের বিজেপি নেতাদের গাড়িতে এবং বিভিন্ন যানবাহনে। এখানেই শেষ নয়, সুশান্ত-মৃত্যুকে অস্ত্র করার ক্ষেত্রে বিজেপি তৈরি করেছে ‘জাস্টিস ফর সুশান্ত’ লেখা মাস্কও। ইতোমধ্যে প্রায় ৩০ হাজার মাস্ক বিতরণও করা হয়েছে। সেই মাস্ক পরেই ভোট প্রচারে যাবেন বিজেপি নেতা-কর্মীরা। সুশান্তের প্রতি বিহারের মানুষের আবেগকেই পুরোদমে কাজে লাগাতে উঠেপড়ে লেগেছে বিজেপি।

সুশান্ত সিং রাজপুতের পরিবার আদতে বিহারের পূর্ণিয়ার বাসিন্দা হলেও সুশান্তের বেড়ে ওঠা পটনা শহরেই। গত ১৪ জুন সুশান্তের মৃত্যুর খবর সামনে আসতেই পটনার কারগিল চক-এ বহু মানুষ জমায়েত হয়েছিলেন সুশান্তের প্রতি তাঁদের ভালোবাসা দেখাতে। দাবি তুলেছিলেন ন্যায় বিচারের। রাজ্যবাসীর অনুভূতির কথা মাথায় রেখে ইতোমধ্যে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার-সহ বিজেপি ও জেডিইউ-এর নেতারা সুচারুভাবে ব্যবহার করছেন সুশান্ত সিংয়ের মৃত্যুর ঘটনাটিকে। তদন্তে ইতোমধ্যে সিবিআই, ইডি ও এনসিবি ত্রিফলা ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করছে বিরোধীরা। মূল বিষয় থেকে ফোকাস অন্যদিকে ঘুরিয়ে বিষয়টিকে রাজনৈতিক ফারদা নিতে ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ উঠছে।

বিহারের জাতি ও বর্ণ চিরকালই এক বড় ভূমিকা পালন করে এসেছে। বিশেষ করে নির্বাচনের সময়ে এই প্রবণতা কয়েকগুণ বেড়ে যায়। উল্লেখ্য, ২০১৭ সালে সঞ্জয় লীলা বনশালীর ছবি পদ্মাবতের উপর যখন কার্নি সেনা আক্রমণ করেছিল, তখন নিজের পদবি থেকে রাজপুত বাদ দিয়েছিলেন সুশান্ত। বিহারের রাজনৈতিক প্রেক্ষাপটে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রাজপুত সম্প্রদায়। ফলে সুশান্তের মৃত্যু আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বর্তমান পরিস্থিতিতে। সূত্র: এই সময়

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *