বিহার নিউজ ডেস্ক: মরণোত্তর ভারতরত্ন সম্মান পেলেন সমাজবাদী নেতা এবং বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পূরী ঠাকুর। মঙ্গলবার সন্ধেয় রাষ্ট্রপতি ভবনের তরফে এ ঘোষণা করা হয়েছে।
উল্লেখযোগ্য যে, বিহারের “জননায়ক” ছিলেন ঠাকুর। দু”বার বিহারের মুখ্যমন্ত্রীর কুর্সি দখল করেছিলেন কর্পূরী ঠাকুর।
মঙ্গলবার এক্স হ্যান্ডেলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, “মরণোত্তর ভারতরত্ন পেলেন কর্পূরী ঠাকুর। তাঁর জন্ম শতবর্ষের আগেই এই সম্মান প্রদান করা হচ্ছে। তিনি সব স্তরের মানুষের সমতার জন্য লড়াই করেছিলেন। পিছিয়ে পড়া মানুষকে এগিয়ে নিয়ে যেতে যে ভূমিকা পালন করেছেন কর্পূরী ঠাকুর তা দেশের সামাজিক এবং রাজনৈতিক ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তাঁর অবদান ভবিষ্যতে অনুপ্রেরণা জোগাবে।”