শিরোনাম
বুধ. জানু ১৪, ২০২৬

বিহার: মুখ্যমন্ত্রী পদ থেকে নীতীশ কুমারের ইস্তফা

বিহার নিউজ ডেস্ক: বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন নীতীশ কুমার। বিহারের রাজ্যপাল বিশ্বনাথ আরলেকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন নীতিশ কুমার।

জানা যাচ্ছে, নীতীশ কুমার সন্ধেবেলা এনডিএ-র সমর্থনে ফের সরকার গঠনের দাবি জানাতে পারেন। ফের নীতিশ কুমারই হবেন মুখ্যমন্ত্রী।

এদিকে লালুর উপর ক্ষিপ্ত হয়ে ওঠেন নীতিশ কুমার। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে নীতীশ কুমার বলেন, ‘আমাদের দলের সঙ্গে শলা-পরামর্শের পরই আমি আমি পদত্যাগ করেছি। সরকারের সমস্ত কাজের কৃতিত্ব নিচ্ছল RJD। আমি কাজ করতে চাইছিলাম কিন্তু আমাকে কাজ করতে দেওয়া হচ্ছে না, উভয় দিকেই ঝামেলা ছিল।’

নীতীশ বলেন, ‘আজ আমরা পদত্যাগ করেছি। বর্তমান সরকারের অবসান হয়েছে। সবকিছু ঠিকঠাক না হওয়ায় পদত্যাগের প্রয়োজন হয়। আমরা কথা বলা বন্ধ করে দিয়েছিলাম। সবাই পরামর্শ দিচ্ছিল। বলছিল, ছেড়ে দিতে। তারপর আমি সিদ্ধান্ত নিই।’

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *