লালু প্রসাদ যাদবের দুর্নীতির শেষ নেই। কত যে দুর্নীতি করেছেন এই ব্যক্তি! রাজনীতিতে অধিকাংশ নেতা, মন্ত্রীদের পেছনে কালো দাগ আছেই। তাঁরা জনগণের সেবার নামে দলে আসেন, আর তারপর একে একে সম্পত্তির পাহাড় গড়া শুরু করেন! আর জনগণের কপাল জনগণের কাছেই থাকে। কী অদ্ভুত!
এবার দুর্নীতির মামলায় লালু প্রসাদ যাদব ও তাঁর পরিবারের ৬ কোটি টাকা মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
বিহারে জমির বিনিময়ে চাকরির কেলেঙ্কারিতে অভিযুক্ত লালু প্রসাদের পরিবারের বহু মানুষ। সে নিয়ে গভীর তদন্ত চলছে।
জানা গিয়েছে, তদন্ত প্রক্রিয়ার অঙ্গ হিসেবেই বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব এবং তার পরিবারের প্রায় ছয় কোটি টাকা মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। ইডি র হাতে ধরা লালুর। সেভাবে পশ্চিমবঙ্গের তৃণমূলের প্রচুর নেতারা ধরা পড়েছেন। সবাই দুর্নীতিবাজ।
সূত্রে জানা গিয়েছে, লালু প্রসাদ যাদব তার স্ত্রীর রাবড়ি দেবী, তাদের একাধিক সন্তান, বিহারের ডেপুটি চিফ মিনিস্টার তেজস্বী যাদব সহ একাধিকজন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার রাডারে আছেন। তদন্ত চলছে।
যা জানা গেল, ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত লালু প্রসাদ যাদব কেন্দ্রের রেলমন্ত্রী ছিলেন। আর মন্ত্রীত্বের সুযোগ ভালোমতো কাজে লাগিয়েছেন। কিন্তু যাবেন কোথায়?
অভিযোগ, মন্ত্রী থাকার সময় লালু লোককে চাকরি দেওয়ার বিনিময় সস্তায় জমি করায়ত্ত করতে শুরু করেন। মানুষের কাজের প্রয়োজন, আর লালুর জমি। ব্যস! কম দামে জমিগুলো বিক্রি করে দেয়া হতো, এভাবে জমির পাহাড় লালুর।