বিজেপির দুই শীর্ষ নেতা অমিত শাহ ও জে পি নাড্ডার উপস্থিতিতে চতুর্থ বারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন নীতীশ কুমার। তবে নীতীশের কাঁধের ওপর নিশ্বাস নেওয়ার জন্য বিজেপির দুই বিধায়ক তারাকিশোর প্রসাদ ও রেনু দেবীকে চাপিয়ে দিল বিজেপি শীর্ষ নেতৃত্ব। মহামারির জন্য শপথ গ্রহণ অনুষ্ঠানে ভিড় কম ছিল সেটা বাস্তব। নীতীশের মন্ত্রিসভায় ১৪ সদস্য আপাতত রয়েছেন। তবে বিরোধী দলনেতা হিসেবে তেজস্বী যাদব শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। তবে তিনি নীতীশ কুমারকে সতর্ক করে বলেন, “তিনি যে পরিমাণ বিধায়ক নিয়ে মুখ্যমন্ত্রী পদের দায়িত্বে এলেন, তাঁর সেই যাত্রাপথ খুব মসৃণ হবে না।” বিহার বিধানসভার ২৪৩টি আসনের মধ্যে এনডিএ পেয়েছে ১২৫টি আসন। বিজেও পেয়েছে ৭৪টি আসন এবং কুমারের জেডি(ইউ)-র হাত থেকে ৮ টি আসনের মধ্য থেকে ২ টো অন্যান্যরা ছিনিয়ে নিয়েছে। তবে ৭৫ টি আসন এককভাবে পেয়ে তেজস্বী যাদবের আরজেডি একক সংখ্যাগরিষ্ঠ দলের মর্যাদা পেয়েছে।
