বিহার নিউজ ডেস্ক: কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব। বুধবার কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে লালু বলেছেন, স্বৈরাচারী সরকারকে উৎখাত করতেই হবে, মোদীকে সরাতেই হবে। একইসঙ্গে বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী ও বিজেপি সাংসদ সুশীল মোদীকে মিথ্যেবাদী আখ্যা দিয়েছেন লালু।
লালু এদিন গাড়িতে যাচ্ছিলেন। তখন সাংবাদিকরা তাঁকে একাধিক প্রশ্ন করেন। কয়েকটি প্রশ্নের উত্তর দিয়েছেন লালু। তিনি বলেছেন, “স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে লড়তে হবে, এই সরকারকে উৎখাত করতে হবে। আমাদের মোদীকে সরাতেই হবে।” বিহারে নতুন সরকার ক্ষমতায় আসার পর বিজেপি সাংসদ সুশীল মোদীর যাবতীয় অভিযোগ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে লালু বলেছেন, “সুশীল মোদী একজন মিথ্যাবাদী। সবটাই ভুল।”