পাটনা, ২২ আগস্ট : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মঞ্চ ভাগ করে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার শুক্রবার একগুচ্ছ বড় ঘোষণা করলেন। বোধগয়ায় জনসভা থেকে তিনি জানালেন, আসন্ন নির্বাচনের আগেই ৫০ হাজার চাকরি দেওয়া হবে এবং আগামী পাঁচ বছরে এক কোটি যুবক-যুবতীর জন্য কর্মসংস্থান সৃষ্টি করবে এনডিএ সরকার।
নীতীশ কুমার বলেন,নির্বাচনের আগে ৫০ হাজার চাকরি দেব। পরবর্তী পাঁচ বছরে এক কোটি যুবকের চাকরি ও কর্মসংস্থানের ব্যবস্থা করব। আমরা সবসময় কর্মসংস্থানের জন্য কাজ করেছি, অন্যরা (আরজেডি) কিছুই করেনি।”
তিনি জানান, রাজ্যে সামাজিক সুরক্ষা ভাতা মাসে ₹৪০০ থেকে বাড়িয়ে ১১০০ করা হয়েছে, যা প্রান্তিক শ্রেণির মানুষের জন্য সহায়ক হবে বলে তাঁর দাবি। মুখ্যমন্ত্রী বলেন, “সমাজের সমস্ত শ্রেণির — নারী, সংখ্যালঘু ও দরিদ্র — জন্য আমরা নিরলসভাবে কাজ করছি।”
বিহারের অতীত ও বর্তমান পরিস্থিতির তুলনা করে তিনি বলেন, “আগে বিহারের অবস্থা খুবই খারাপ ছিল। কেউ মহিলাদের বা মুসলিমদের জন্য কিছু করেনি। কিন্তু আমরা সবার জন্য কাজ করেছি।” তিনি আরও জানান, ২০১৮ সালের মধ্যেই বিহারের প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছে এবং বর্তমানে রাজ্যের বাসিন্দারা প্রতি মাসে ১২৫ ইউনিট করে বিনামূল্যে বিদ্যুৎ পাচ্ছেন।
মুখ্যমন্ত্রী ধর্মীয় ও পরিকাঠামো খাতে সরকারের অবদান তুলে ধরে জানান, গয়ার নাম পরিবর্তন করে ‘গয়া জি’ রাখার সিদ্ধান্ত -এর প্রতি সম্মান জানিয়ে নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ফাল্গু নদীর উপর রাবার ড্যাম ও সেতু নির্মাণ, বোধগয়ায় আধুনিক অতিথিশালা এবং অন্যান্য পরিকাঠামো উন্নয়নের কাজ দ্রুতগতিতে চলছে।
কেন্দ্রীয় সরকারের ভূমিকার প্রশংসা করে মুখ্যমন্ত্রী বলেন, “এই বছরের কেন্দ্রীয় বাজেটে বিহারের জন্য বিশেষ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। খেলো ইন্ডিয়া ইউথ গেমসের আয়োজন বিহারে হওয়াও এক বড় সম্মান। প্রধানমন্ত্রী মোদী বিহারের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। কেন্দ্রীয় সরকারের পূর্ণ সমর্থন আমরা পাচ্ছি।”
মঞ্চে উপস্থিত কেন্দ্রীয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগমন্ত্রী ও স্থানীয় সাংসদ জিতন রাম মানঝি বিরোধীদের নিশানা করে বলেন, “প্রধানমন্ত্রী মোদী বিহারের জন্য যে উন্নয়নমূলক কাজ করেছেন, তা বিশেষ রাজ্যের মর্যাদার দাবিদারদের মুখে এক চপেটাঘাত।”
এদিন জনসভায় আসার আগে প্রধানমন্ত্রী মোদী, মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী ও বিজয় সিংহার সঙ্গে একটি খোলা জিপে বোধগয়ার রাস্তায় রোড শো করেন। শহরের বিভিন্ন প্রান্তে দাঁড়িয়ে হাজার হাজার মানুষ তাঁদের স্বাগত জানান ও অভিবাদন জানান।