শিরোনাম
বৃহঃ. জানু ২২, ২০২৬

শিবপুর শ্যুটআউটে বিহার যোগ, পুলিশি তদন্তে উঠে এল চাঞ্চল্যকর মোড়

শিবপুর শ্যুট আউটে বিহার যোগ। পুলিশি তদন্তে উঠে এল চাঞ্চল্যকর মোড়। মূল অভিযুক্ত সাদ্দাম সহ গ্রেফতার আরও দুজন বিহার থেকে গ্রেফতার করা হয়েছে। ঘটনা তদন্ত চালাচ্ছে শিবপুর থানা পুলিশ।

গত ১৬ নভেম্বরে শিবপুর রামকৃষ্ণ লেনে প্রকাশ্যে ফিল্মি কায়দায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয়েছিল মহ আব্দুল্লা (২২) নামে এক যুবককে। আব্দুল্লা সমাজ বিরোধী ছিল। সাদ্দাম ও আব্দুল্লা দুই দলের মধ্যে লড়াই চলছিল এলাকা দখলের। তাছাড়া সাদ্দামের দলের জিজুয়া নামে এক দুষ্কৃতিকে খুন করে আব্দুল্লা। এর বদলা নিতে এবং এলাকা দখলে রাখতে আব্দুল্লাকে খুনের ছক কষে ছিল সাদ্দাম ও তার দলবল। বাইকে চেপে যাওয়ার সময় সাদ্দাম ও তার চারজন সঙ্গী আব্দুল্লাকে গুলি করে। ঘটনাস্থলে মৃত্যু হয় আব্দুল্লার। জখম হয় তার সঙ্গী শেখ জাহির। এরপর বন্দুক উঁচিয়ে পালিয়ে যায় তারা। সিসিটিভিতে ধরা পড়ে চাঞ্চল্যকর সেই ছবি। জাহির জবানবন্দিতে জানায় দুষ্কৃতীদের নাম। আরও জানায় গেম সাকসেস করতে দুটি নাইন এম এম ও দুটি ওয়ান শটার বন্দুক ব্যবহার করেছিল সাদ্দাম ও তার সঙ্গীরা। ঘটনার পর থেকেই পলাতক ছিল তারা। গা ঢাকা দিয়েছিল বিহারের প্রত্যন্ত এলাকায়। শিবপুর থানার পুলিশ হাওড়ার ডি ডি টিমের সহযোগিতায় তিনজনকে গ্রেফতার করে। মূল অভিযুক্ত এখানকার হলেও গ্রেপ্তার অপর দুই বিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *