পশ্চিমবঙ্গ নিউজ ডেস্ক: ফের রাজ্যের বকেয়া নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রের উদ্দেশে তাঁর তোপ,”টাকা দিচ্ছে না। দাঙ্গা বাঁধাচ্ছে। টাকা দিচ্ছ না কেন, কৈফিয়ৎ দাও।” কেন্দ্রের মোদী সরকারকে ‘বেইমান, লুটেরা, দাঙ্গাবাজ, চোর-ডাকাত’ বলে কটাক্ষ শানান তিনি।
মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, কেন্দ্র টাকা দেয় না, দাঙ্গা বাঁধাতে আসে। সোমবার খেজুরিতে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই অনুষ্ঠান মঞ্চ থেকে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। ইতিপূর্বে রাজ্যের পাওনা আটকে রাখার প্রতিবাদে দু’দিনব্যাপী ধরনা করেছেন মুখ্যমন্ত্রী। প্রয়োজনে দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনের পাশে ধরনা করবেন বলেও হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। এদিনে মেদিনীপুরের সরকারি অনুষ্ঠান থেকেও সেই বকেয়া নিয়েই সরব হলেন তিনি।
কেন্দ্রের সরকারকে ‘বেইমান, লুটেরা, দাঙ্গাবাজ, চোর-ডাকাত’ বলে কটাক্ষ করেন মমতা। তাঁর অভিযোগ, ১৭ লক্ষ মানুষের টাকা দেয়নি কেন্দ্র। রাস্তা তৈরি, আবাস যোজনা, ১০০ দিনের কাজের টাকাও আটকে রেখেছে। এরপরই মুখ্যমন্ত্রীর কটাক্ষ, “পাপিষ্ঠ ওরা। ওদের অভিষ্ট পূর্ণ হবে না।” সদর্পে তাঁর ঘোষণা, “পান্তা ভাত খেয়ে থাকব। তবু সিপিএম-বিজেপির কাছে মাথা বিক্রি করব না।” প্রসঙ্গত, রাজ্যের বকেয়া চেয়ে ঠিক যথন দিল্লিতে দরবার করতে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তখনই বকেয়া আটকে রাখা নিয়ে রাজ্যকে বিঁধলেন মমতা।