ইন্ডিয়ান সুপার লিগের দুই ক্লাব ইস্ট বেঙ্গল ও কেরালা ব্লাস্টারসকে চিঠি পাঠিয়েছে ফিফা। গতকাল আন্তর্জাতিক ফুটবলের অভিভাবক সংস্থার পাঠানো এই চিঠিতে দুই দলকে দলবদলে নিষিদ্ধ করার কথা জানিয়ে দেওয়া হয়েছে। আগামীকাল ৯ জুন শুরু হতে যাওয়া দলবদলে নতুন কোনো খেলোয়াড় কিনতে পারবে না দল দুটি।
ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি থেকে দুই দলকে শাস্তি দেওয়ার ব্যাপারে ১ জুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর সেটা ভারতীয় ফুটবল ফেডারেশনকে (এআইএফএফ) গতকাল চিঠির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে।
ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে বেশ গুরুতর অভিযোগ করা হয়েছে ফিফার কাছে। কোস্টারিকার হয়ে বিশ্বকাপ খেলা ডিফেন্ডার জনি আকোস্তা বেতন-ভাতা নিয়ে অভিযোগ করেছেন। সে শুনানিতে এর মধ্যেই বিজয়ী হয়েছেন এই ডিফেন্ডার।
আরও ৯ জন ভারতীয় খেলোয়াড় ভারতীয় ফুটবল ফেডারেশনের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির কাছে অভিযোগ করেছেন। সিভি বিনিত, ইউজেনেসন লিংডোহ, অভিষেক আমবেকারসহ এই ৯ জনের বেতন-ভাতাও দেয়নি ইস্টবেঙ্গল ক্লাব। এ অভিযোগের এখনো মীমাংসা হয়নি। অভিযোগও প্রমাণিত হলে ক্লাবের মালিকানা নিয়ে শ্রী সিমেন্টের সঙ্গে দ্বন্দ্বে জড়ানো ইস্ট বেঙ্গল ক্লাব বড় বিপদে পড়তে পারে।
ফুটবলবিষয়ক খবরের ওয়েবসাইট গোলডটকম জানিয়েছে, কেরালা ব্লাস্টার্সকে শাস্তি পেতে হচ্ছে তাদের সাবেক খেলোয়াড় মাতেই পোপলাতনিকের কারণে। স্লোভেনিয়ার এই খেলোয়াড় ফিফার কাছে কেরালা ব্লাস্টার্সের নামে অভিযোগ করেছেন, তাঁকে বকেয়া বেতন দিচ্ছে না ক্লাবটি। এরই পরিপ্রেক্ষিতে ফিফা এ শাস্তি দিয়েছে তাদের। এরই মধ্যে শাস্তির হাত থেকে বাঁচার জন্য পোপলাতনিকের সঙ্গে যোগাযোগ করেছে কেরালা। ফিফার নিয়ম অনুযায়ী খেলোয়াড়কে পুরো অর্থ দিলেই শাস্তির হাত থেকে বেঁচে যাবে দলটি।