বিনোদন প্রতিবেদক: উপমহাদেশের প্রখ্যাত অভিনেত্রী ববিতা বর্তমানে অবস্থান করছেন কানাডার টরন্টোতে। তাঁর একমাত্র ছেলে অনিকের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি। অনিকের নিজস্ব বাড়িতে উঠেছেন ববিতা এবং জানিয়েছেন, কানাডায় এসেও তিনি ব্যস্ত সময় পার করছেন।
প্রতিদিন সকালে হাঁটতে বের হন, বাসায় ফিরে ছেলের সঙ্গে নাস্তা করেন, নিয়মিত গার্ডেনিং ও রান্নার কাজেও মন দেন তিনি। মা ও ছেলের সময় কাটে সিনেমা দেখা আর গল্পে গল্পে। ববিতা বলেন, “ব্যস্ততাই সুস্থতা, আর সুস্থতাই আল্লাহর অশেষ নেয়ামত।”
চলচ্চিত্রে ফেরার বিষয়ে ববিতা বলেন, তিনি এখনো অভিনয় ছাড়েননি, তবে ভালো গল্প না পাওয়ায় দীর্ঘদিন সিনেমার বাইরে রয়েছেন। সর্বশেষ তিনি অভিনয় করেছিলেন নারগিস আক্তারের পরিচালনায় ‘পুত্র এখন পয়সাওয়ালা’ ছবিতে।
বর্তমানে অনিকের সঙ্গে একটি বিদেশ সফরের পরিকল্পনা রয়েছে ববিতার। এরপর তিনি যাবেন আমেরিকায় ভাইদের কাছে, সেখানকার মেডিক্যাল চেকআপ শেষে আবার কানাডায় ফিরে যাবেন এবং ইনশাআল্লাহ আগামী নভেম্বরে দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন।