শিরোনাম
শনি. জানু ৩, ২০২৬

ব্যাপক শক্তি নিয়ে ধেয়ে আসছে ‘আইডেন’, ঘন্টায় গতিবেগ ১১০ কিমি

লন্ডন: গত কয়েকদিন ধরে বেশ মজায় ছিল লন্ডনবাসী। গরম কমে ধীরে ধীরে শরত্‍কে জায়গা দিচ্ছে আবহাওয়া। ঝলমলে দিনের আশায় মুখিয়ে ছিল শহরবাসী। কিন্তু এবার শঙ্কার মেঘ।

একদিকে লন্ডনবাসী যেমন খুশি হচ্ছে যে গরমের দাপট তেমন দেখা যাবে না। তেমনই আশঙ্কা করা হচ্ছে শীতকালের কয়েক মাস ধরে বেশ কয়েকটি ঝড়ের মুখোমুখি হওয়ার জন্য তৈরি থাকতে হবে লন্ডনকে। জানা যাচ্ছে আর অল্প কিছুদিনের মধ্যেই লন্ডনে আছড়ে পড়তে পারে ব্যাপক শক্তিশালী ঝড় ‘আইডেন’।

আবহাওয়া বিশেষজ্ঞরা জানাচ্ছেন, চলতি সপ্তাহেই লন্ডনে আঘাত হানতে পারে ওই ঝড়। আপাতত আশঙ্কা করা হচ্ছে, ঝড়ের গতিবেগ হতে পারে ১১০ কিমি প্রতি ঘন্টা।

তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, শুধু যে ‘আইডেন’ আসছে ব্যাপারটা মোটেই তা নয়। ক্রিস্টোফ, ডারসি, এভার্ট এবং ফ্লুর সহ পরবর্তী ঝড়গুলিও এর পরে পরে আসবে বলে জানানো হয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞদের বক্তব্য, গভীর নিম্নচাপের পরেই আসবে এই ঝড়।

মনে করা হচ্ছে এই ঝড়ে স্কটল্যান্ডের অবস্থা সবচেয়ে খারাপ হতে পারে। বুধবার নাগাদ স্কটল্যান্ডে ১১০ কিমি ঘন্টা প্রতি বেগে আছড়ে পড়তে পারে আইডেন। এই ঝড়ের জেরে বেশ কিছু এলাকার তাপমাত্রা নীচে নেমে যেতে পারে বলে মনে করা হচ্ছে।

তবে এই মুহুর্তে চিন্তায় রয়েছে লন্ডনবাসী। তাঁরা বুঝতে পারছেন না আদোউ কতটা প্রভাব পড়তে পারে আইডেনের। আবহাওয়া বিভাগও এব্যাপারে সরাসরি কিছু জানায়নি। তবে মনে করা হচ্ছে, সরাসরি প্রভাব না পড়লেও ঝড়ের আংশিক প্রভাব পড়তে পারে লন্ডনে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *