শিরোনাম
শনি. ডিসে ৬, ২০২৫

ব্রহ্মা ১ শৃঙ্গ জয় করে দেখালেন বাংলার ৯ জনের একটি দল! জয়জয়কার

ভ্রমণ ডেস্ক: বাঙালি কী না পারে! শৃঙ্গ জয় করে দেখাল বাঙালিরা। ব্রহ্মা ১ শৃঙ্গ জয় করল বাংলার ৯ জনের একটি দল। বাঙালি হয়ে এটি গর্বের বিষয়। এবং অনুপ্রেরণা তো বটেই।

মঙ্গলবার সকালে এই শৃঙ্গ জয়ের খবর এসেছে। উল্লেখ করা জরুরি যে, গত ৪৪ বছরে এই শৃঙ্গ কেউ জয় করতে পারেনি। এবং সাহসিকতার সাথে সেই অসাধ্য সাধন হয়ে গেল নয়জন বাঙালি আর ৫ জন শেরপার হাত ধরে। ধন্য হে বাঙালি।

মঙ্গলবার প্রতিকূল আবহাওয়ার মধ্যে সকাল ১০.‌৪০ নাগাদ বাংলার নয়জন আরোহী রুদ্রপ্রসাদ হালদার (‌দলনেতা)‌, রুদ্রপ্রসাদ চক্রবর্তী, সত্যরূপ সিদ্ধান্ত, পার্থসারথি নায়েক, নৈতিক নিলয় নস্কর, অভীক মণ্ডল, ডা.‌ উদ্দীপন হালদার, তুহিন ভট্টাচার্য, দেবাশিস মজুমদার–রা ব্রহ্মা–১ জয় করলেন।

এবং তাঁদের সহযোগী ছিলেন পাঁচজন শেরপা।

উল্লেখ্য যে, এর আগে প্রথমবারের মতো ১৯৭৩ সালে ইংল্যান্ডের ক্রিস বনিংটন বহ্মা ১ শৃঙ্গ অভিযান করেছিলেন। তারপর থেকে অনেকবার ব্রহ্মা ১ শৃঙ্গ অভিযান ব্যর্থ হয়েছে। সফল হয়নি।

১৯৭৮ সালে ইংল্যান্ডের পর্বতারোহীদের একটি দল ব্রহ্মা ১ শৃঙ্গ অভিযানে অংশ নিয়েছিলেন। তারপর ১৯৭৯ সালে জাপানের একটি দল এই অভিযানে অংশ নেয়।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *