পশ্চিমবঙ্গ নিউজ ডেস্ক: ভাঙন রোধে কেন্দ্রের তরফে কোনও অর্থ বরাদ্দ না হওয়ায় দিল্লির বিরুদ্ধেও তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নবান্নর সভাঘরে বুধবার দুয়ারে সরকারের ষষ্ঠ পর্যায়ের সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বলেন, ‘‘কেলেঘাই কপালেশ্বরীর টাকাও ওরা দেয়নি ৷ আমরাই করেছি ৷ ঘাটাল মাস্টার প্ল্যান ৩০ বছর ধরে পড়ে আছে ৷ আমরা বারবার বলেছি ৷ যারা একশো দিনের টাকা দেয় না, তারা ভগবানগোলা, মালদায় ভাঙনের টাকা দেবে, এটা ভাবলে কী করে ?’’
কেন্দ্রের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর অভিযোগ, ‘‘ফরাক্কায় ইন্দো বাংলাদেশ জলচুক্তি অনুযায়ী ৭০০ কোটি টাকার পাওনা আছে, তা দেয়নি এখনও ৷’’ এর পর তিনি বলেন, ‘‘গঙ্গার ভাঙন এভাবে আটকানো যাবে না ৷ গঙ্গার ভাঙন হতেই থাকবে ৷ কারণ, নদী, প্রকৃতি, বন, জঙ্গল, আকাশ, মাটি আমাদের হাতে নেই ৷’’ মুখ্যমন্ত্রীর প্রস্তাব, গঙ্গা ভাঙন আটকাতে অন্য কোনও সিস্টেম করতে হবে ৷ গঙ্গার পাড়ে যাঁরা থাকেন, তাঁদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে ৷ শুধু জমিটা দেওয়া হবে ৷ তাঁরা ঘরবাড়ি তৈরি করে নেবেন ৷ এর জন্য বিশেষজ্ঞদের নিয়ে একটা কমিটি তৈরি করা হোক।