শিরোনাম
বৃহঃ. জানু ১৫, ২০২৬

ভারতবর্ষ ‘হিন্দু ফ্যাসিস্ট এন্টারপ্রাইস’, মন্তব্যের জেরে অরুন্ধতী রায়ের বিরুদ্ধে মামলা

কলকাতা: লেখক অরুন্ধতী রায়ের বিরুদ্ধে মামলা হয়েছে। ভারতবর্ষ ‘হিন্দু ফ্যাসিস্ট এন্টারপ্রাইস’। এই মন্তব্যের জেরে লেখক অরুন্ধতী রায়ের বিরুদ্ধে মামলা হয়েছে কলকাতা হাই কোর্টে।

আর সেই মামলায় সবপক্ষকে নতুন করে নোটিস দেওয়ার নির্দেশ দিয়েছেন হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। একইসঙ্গে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের প্রশ্নের মুখে পড়তে হয় মামলাকারীকে।

মামলাকারী হচ্ছেন মিতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, অরুন্ধতী ভারতকে ‘হিন্দু ফ্যাসিস্ট এন্টারপ্রাইস’ বলে টুইটারে পোস্ট করেন। সেই মন্তব্য মুছতে হবে বলে আর্জি মামলাকারীর। অরুন্ধতী যে মন্তব্য করেছেন তা অত্যন্ত দুঃখজনক।

আবেদন শুনে প্রধান বিচারপতির প্রশ্ন ‘দিল্লি হাইকোর্টে কেন যাননি?’’ পর্যবেক্ষণে তিনি বলেন, সাক্ষাৎকার তো অনেক আগে হয়েছে। অন্য কোন কোর্টে কি মামলা হয়েছে? অবশ্য সেটা জানাতে পারেনি মামলাকারী।

ডিভিশন বেঞ্চ এই বিষয়ে জানিয়েছে, এখন ট্যুইটার নাম বদলে এক্স হ্যান্ডল হয়ে গিয়েছে। নতুন করে নোটিস দিয়ে আসতে নির্দেশ দিয়েছেন তিনি।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *