শিরোনাম
শনি. জানু ৩১, ২০২৬

ভারতীয় উপমহাদেশে হামলার পরিকল্পনা আল কায়েদার, জাতিসংঘের সতর্কতা

আল-কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখা (একিউআইএস) অঞ্চলটিতে হামলার পরিকল্পনা করছে। ভারত, পাকিস্তান, মিয়ানমার ও বাংলাদেশে তাদের ১৫০ জন থেকে ২০০ জন জঙ্গি ছড়িয়ে রয়েছে। তাদের নেতা আসিম উমরের হত্যার প্রতিশোধ নিতে এ হামলা চালানোর পরিকল্পনা করছে তারা। বৃহস্পতিবার প্রকাশিত জাতিসংঘের আইএস, আল-কায়েদা ও তাদের সহযোগী জঙ্গি গোষ্ঠীগুলোর বিশ্লেষণমূলক সহায়তা ও নিষেধাজ্ঞা পর্যবেক্ষণ বিষয়ক দলের ২৬তম প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে। এ খবর দিয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানের নিরমুজ, হেলমান্দ ও কান্দাহার প্রদেশে সক্রিয় তালিবানের ছত্রছায়ায় কাজ করছে একিউআইএস। প্রতিবেদন অনুসারে, একিউআইএসের বর্তমান নেতা ওসামা মাহমুদের নেতৃত্বে জঙ্গি দলটি তাদের সাবেক নেতা আসিম উমরের হত্যার প্রতিশোধে হামলার পরিকল্পনা করছে।

উল্লেখ্য, গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র ও আফগানিস্তানের এক যৌথ অভিযানে আফগানিস্তানে তিনি নিহত হন।

এরপর থেকে একিউআইএস’র নেতৃত্ব দিয়ে আসছেন ওসামা মাহমুদ। এক সদস্য রাষ্ট্রের বরাত দিয়ে প্রতিবেদনটিতে আরো বলা হয়, আইএস অনুমোদিত ভারতীয় জঙ্গি গোষ্ঠী হিন্দ ওয়ালিয়াহর বর্তমানে ১৮০ থেকে ২০০ জন সদস্য রয়েছে।

জাতিসংঘ আরো জানায়, ভারতের কেরালা ও কর্ণাটকে উল্লেখযোগ্য সংখ্যক আইএস সদস্য উপস্থিত রয়েছে। গত বছরের মে মাসে আইএস দাবি করে যে, ভারতে নতুন ‘প্রদেশ’ প্রতিষ্ঠা করেছে তারা। নিজস্ব বার্তা সংস্থা আমাকে আইএস জানায়, নতুন এই শাখার আরবি নাম ওয়ালিয়াহ অব হিন্দ।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *