শিরোনাম
শনি. জানু ৩, ২০২৬

ভারতের বাইরে চলে যাচ্ছে আইপিএল


বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রভাব পড়েছে বিশ্ব ক্রীড়াঙ্গনেও। একে একে বন্ধ হয়ে গেছে বহু ক্লাব। যদিও এরইমধ্যে আবার কিছু কিছু ক্লাবে খেলা শুরু হচ্ছে। জাতীয় কিংবা আন্তর্জাতিক পর্যায়েও ফুটবল, ক্রিকেটের মতো জনপ্রিয় খেলাগুলো একেবারে সীমিত হয়ে পড়েছে।

ফ্র্যাঞ্জাইজিভিত্তিক ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমকালো আসরটির নাম এখন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। ক্রিকেট দুনিয়াকে মাত করে রাখা চার-ছক্কার এই আসরটিও এবার করোনার কারণে বাধার মুখে পড়েছে।

তবে সব বাধা ঠেলে যথাযথ স্বাস্থ্যব্যবস্থা নিশ্চিত করার মধ্য দিয়ে আগামী ২৬ সেপ্টেম্বর পর্দা উঠছে আইপিলের। তবে এবার আর ভারতে নয়, আইপিলের আসরটি হবে সংযুক্ত আরব আমিরাতে। করোনাকালীন ভারতের বাইরে এই আসর বসাতে একমত হয়েছে ফ্র্যাঞ্জাইজিগুলোও।

তবে আরব আমিরাতকে ভেন্যু হিসেবে বেছে নেওয়া হলেও সেখানে দর্শক প্রবেশাধিকার থাকবে না। করোনার কারণে সব কটি ম্যাচই হবে ‘ক্লোজডোর’।

আগস্টের প্রথম সপ্তাহের আইপিএলের ১৩তম আসরের সূচি প্রকাশ করা হবে। ক্যাম্প শুরু হবে তৃতীয় সপ্তাহ থেকে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *