মোহাম্মদ মনিরুজ্জামান, জামাল: বৈধ কাগজপত্র ছাড়া ভারতে প্রবেশের অভিযোগে ত্রিপুরা সীমান্তের করিমগঞ্জ জেলায় দুই বাংলাদেশিকে আটক করেছে পুলিশ।
করিমগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, শনিবার গুয়াহাটিগামী একটি যাত্রীবাহী বাস থেকে ওই দুই বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়।
তারা বৈধ কাগজপত্র ছাড়াই আগরতলা-আকাহুরা রুট দিয়ে ভারতে প্রবেশ করেছিল।
বাংলাদেশি নাগরিকদের নাম মাসুম বিল্লাহ ও শেখ বাপ্পী এবং তারা বাংলাদেশের গোপালগঞ্জ এলাকার বাসিন্দা।
“চুরাইবাড়ি সীমান্ত ফাঁড়িতে নিয়মিত চেকিংয়ের সময়, পুলিশ আগরতলা থেকে গুয়াহাটি যাওয়ার পথে একটি যাত্রীবাহী বাস থেকে বাংলাদেশি নাগরিকদের ধরেছিল,” একজন পুলিশ কর্মকর্তা বলেছেন।
“জিজ্ঞাসাবাদে তারা প্রকাশ করেছে যে তারা বৈধ কাগজপত্র ছাড়াই আগরতলা দিক থেকে ভারতে প্রবেশ করেছিল। তাদের পরবর্তী গন্তব্য ছিল পশ্চিমবঙ্গ, ”পুলিশ কর্মকর্তা বলেছেন।
তাদের কাছ থেকে বাংলাদেশি মোবাইল সিম কার্ড, শিক্ষাগত সনদসহ অন্যান্য সামগ্রী পাওয়া গেছে।
এর আগে গত ৩০ অক্টোবর একই এলাকা থেকে চার বাংলাদেশি নাগরিককে আটক করে পুলিশ।