শিরোনাম
শুক্র. জানু ৩০, ২০২৬

ভারতে রাতভর সংসদের বাইরে অবস্থান কর্মসূচি আট সাংসদের

ভারতের পশ্চিমবঙ্গে কৃষি বিল নিয়ে বিক্ষোভের পারদ চড়ছে। বিরোধীরা এই বিলের প্রতিবাদে একজোট হয়েছেন। এরই মধ্যে রাজ্যসভা থেকে বরখাস্ত হওয়া ৮ সাংসদ রাতভর অবস্থান কর্মসূচি পালন করেছেন সংসদ প্রাঙ্গণে।

তৃণমূল কংগ্রেসের ডেরেক ওব্রায়ন, আম আদমি পার্টির সঞ্জয় সিংহ, কংগ্রেসের রাজীব সাতভ এবং সিপিএমের কে কে রাগেশ সহ ওই সদস্যরা রাতভর সংসদ প্রাঙ্গনের সামনে থেকে অবস্থান কর্মসূচি চালিয়েছেন। গান্ধী মূর্তির কাছেই চলেছে তাদের কর্মসূচি। সাংসদেরা মূলত দুটি দাবি রেখেছেন, প্রথম দাবি কৃষক বিরোধী বিল প্রত্যাহার করা এবং দ্বিতীয় দাবিটি হচ্ছে, তাদের ওপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার করা হোক।

রবিবার রাজ্যসভায় পাস হয়ে গিয়েছে কৃষি বিল। কৃষি বিল নিয়ে আপত্তি ছিল বিরোধীদের। রবিবার অধিবেশন কক্ষে বিলের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাতে থাকেন বিরোধী তৃণমূল থেকে শুরু করে অন্য দলের সাংসদরা। এর শাস্তি হিসেবে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন ও দোলা সেন-সহ মোট ৮ বিরোধী সাংসদকে বরখাস্ত করেছেন রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু। এরপরেই শুরু হয় বিক্ষোভ ।

আট সাংসদকে বরখাস্ত করার প্রতিবাদে সংসদের বাইরে বিক্ষোভে সামিল হন বিরোধী একাধিক দলের সাংসদরা। কংগ্রেস, তৃণমূল, আপ, বাম-সহ বিভিন্ন দলের সাংসদরা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ শুরু করেন। আট সাংসদকে বরখাস্ত করে স্বৈরাচরী মনোভাবের পরিচয় দিয়েছে কেন্দ্রীয় সরকার, এমনই অভিযোগ বিরোধীদের।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *