আরাকান নিউজ ডেস্ক: সুপ্রিম কোর্টে রোহিঙ্গা মুসলিমদের নিয়ে উল্লেখযোগ্য হলফনামা দিল কেন্দ্র সরকার। সেখানে সাফ বলা হয়েছে, বেআইনিভাবে ভারতবর্ষে ঢুকে পড়া রোহিঙ্গা মুসলিমদের থাকতে দেওয়া হবে না। পাশাপাশি এও দাবি করা হয়েছে, অবৈধভাবে এদেশে রোহিঙ্গা মুসলিমদের অনুপ্রবেশ এবং তাঁদের বাস করা জাতীয় নিরপত্তার পক্ষে বিপজ্জনক।
কেন্দ্র রোহিঙ্গা মুসলমানদের বিষয়ে পরিষ্কার জানিয়েছে, ভারতে বসবাস করার কোনও মৌলিক অধিকার রোহিঙ্গাদের নেই। তাঁদের এখানে স্থায়ী বসবাস করতে দেওয়ার প্রশ্ন উঠে না। অর্থাৎ রোহিঙ্গাদের প্রতি কোনো দরদ দেখানো হবে না।
রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করে জনসংখ্যা দিনের পর দিন বাড়িয়ে চলেছে। শুধু তাই নয়, যত অবৈধ কাজকর্ম আছে সবকিছুর সাথে তারা জড়িত।
আর এই রোহিঙ্গাদের ভারতে প্রবেশ অবৈধ। তাঁরা ভারতে বসবাসের মৌলিক অধিকার দাবি করতে পারে না কোনোভাবেই। ভারত সরকার স্পষ্ট জানিয়ে দিল এই কথা।
সুপ্রিম কোর্টে জমা দেওয়া হলফনামায় পরিষ্কার জানিয়েছে কেন্দ্রীয় সরকার। হলফনামায় কেন্দ্রীয় সরকার দাবি করেছে, ভারতে শরণার্থী হিসেবে ভারতে আসা রোহিঙ্গাদের বিদেশী হিসেবেও গ্রহণ করা যায় না।