কলকাতা: ভিন রাজ্যের কাপড় নয় এবার পশ্চিমবঙ্গে তৈরি কাপড়েই স্কুল পড়ুয়াদের পোশাক বানানোর উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। জানা গেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই ব্যাপারে উদ্যোগী হয়েছেন। রাজ্য সরকার চাইছে রাজ্যের উত্পাদিত কাপড় তৈরি হোক স্কুল পড়ুয়াদের পোশাক। এতদিন গুজরাটের সুরাত থেকে কাপড় আনা হতো। সেই কাপড় দিয়েই তৈরি হতো স্কুল পড়ুয়াদের পোশাক। স্কুল পড়ুয়াদের জন্য কাপড় এনে পোশাক তৈরি হয়ে গেলে ছাত্রছাত্রীদের হাতে খুলে দেওয়া হতো। এর জন্য রাজ্যের প্রচুর টাকা খরচ হতো। রাজ্যের তৈরি কাপড়ে স্কুলের পড়ুয়াদের পোশাক তৈরি করলে খরচ অনেক কমে যাবে। ভিন রাজ্য থেকে কাপড় এনে স্কুলের পোশাক তৈরি করতে কোটি কোটি টাকা খরচ হচ্ছে রাজ্যে। তার ফলে রাজ্যের বণিক মহলের বেশি লাভ হচ্ছিল। এই বিষয়ে রাজ্যের আধিকারিকেরা বিভিন্ন জেলায় জেলায় পাওয়ারলুম, হ্যান্ডলুম রয়েছে সেগুলির অবস্থা কেমন রয়েছে এবং ফোন নম্বর চেয়ে পাঠিয়েছে।
বিভিন্ন জেলায় থাকা হান্ডলুম এবং পাওয়ারলুমের ডাটাবেস তৈরির কাজ চলছে। রাজ্যের বস্ত্র বয়ন শিল্পে উন্নতির জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আর ভিন রাজ্যের কাপড়ের ওপর ভরসা রাখতে চাইছেন না বাংলার তৈরি কাপড়েই স্কুল পড়ুয়াদের পোশাক বানাতে উদ্যোগী হচ্ছেন। পুজোর ছুটির পরে পর্যায়ক্রমে স্কুল খোলার ভাবনাচিন্তা নিয়েছে রাজ্য সরকার। একদিন অন্তর স্কুল খোলার চিন্তাভাবনা নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের উদ্যোগে স্কুলের ড্রেস এবং জুতো দেওয়া হয় পড়ুয়াদের। তবে এবার থেকে রাজ্য সরকার প্রস্তুতি নিতে শুরু করেছে আর বাইরের রাজ্যের নয় বাংলার কাপড় দিয়েই তৈরি করা হবে বাচ্চাদের স্কুলের পোশাক। এরফলে বাংলার তন্তুজ পাওয়ারলুম, হ্যান্ডলুম এর সঙ্গে যুক্ত হাজার হাজার শিল্পী এবং ব্যবসায়ীরা আয়ের মুখ দেখতে পারবে।

